বাইডেনের হাত-পা বাঁধা ছবির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলেন ট্রাম্প
একটি ট্রাকের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হাত-পা বাঁধা ছবির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বাইডেনের প্রচারণা দলের সমালোচনার শিকার হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বাইডেনের প্রচারণা দল ট্রাম্পের বিরুদ্ধে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে 'নিয়মিতভাবে রাজনৈতিক সহিংসতা উসকে দেওয়ার' অভিযোগ এনেছে।
ট্রাম্পের প্রচারণার একজন মুখপাত্র বলেছেন, ডেমোক্র্যাটরা ট্রাম্পের বিরুদ্ধে 'ঘৃণ্য সহিংসতার' কথা বলে আসছেন।
ট্রাম্প শুক্রবার (২৯ মার্চ) তার সামাজিক যোগাযোগ মাধ্যম সাইট 'ট্রুথ সোশ্যাল'-এ ভিডিওটি পোস্ট করেছেন।
ভিডিওর ক্যাপশন অনুযায়ী, এটি বৃহস্পতিবার (২৮ মার্চ) নিউইয়র্কের লং আইল্যান্ডে চিত্রায়িত হয়েছিল যখন ট্রাম্প সেখানকার একজন পুলিশ অফিসারের ট্র্যাফিক স্টপ চলাকালীন নিহত হওয়ার ঘটনার পরে উপস্থিত হয়েছিলেন।
ভিডিওটিতে দেখা যায়, রাস্তার ওপর দিয়ে দুটো ট্রাক যাচ্ছে। একটি ট্রাকে মার্কিন পতাকায় নিহত পুলিশের প্রতি সমর্থন জানানো হয়েছে।
দ্বিতীয় ট্রাকটিকে 'ট্রাম্প ২০২৪' শব্দ দিয়ে সুসজ্জিত করা হয়েছিল এবং ট্রাকের পিছনের অংশে বাইডেনের হাত-পা বাঁধা একটি ছবি ছিল।
ট্রাম্পের এ ধরনের ভিডিওর প্রচারণার সমালোচনা করেছেন বাইডেনের সমর্থকরা।
বাইডেনের প্রচারণার মুখপাত্র মাইকেল টাইলার বলেন, ট্রাম্প প্রায়ই সহিংসতাকে উসকে দিচ্ছে, যেমনটি ৬ জানুয়ারিতে ক্যাপিটলে (মার্কিন আইনসভা কংগ্রেসের ভবন) হামলার সময় দেখা গেছে। তিনি সেদিন হামলার শিকার হওয়া ক্যাপিটল পুলিশ কর্মকর্তাদের কথা বিবেচনা করে এটিকে গুরুত্ব সহকারে নেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন
ট্রাম্পের প্রচারণার মুখপাত্র স্টিভেন চেউং বলেছেন, ছবিটি মহাসড়ক থেকে আসা একটি ট্রাকের। তিনি দাবি করেছেন, ডেমোক্র্যাট এবং অন্যরা ট্রাম্প ও তার পরিবারের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানিয়েছে। পাশাপাশি বিচার ব্যবস্থাকে তার (ট্রাম্প) তার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।
রিপাবলিকান মনোনীত প্রার্থী ট্রাম্প চারটি ফৌজদারি মামলার মুখোমুখি হয়েছেন। যার মধ্যে দুটো হলো— নির্বাচনকে প্রভাবিত করার মামলা এবং নিউইয়র্কে একজন পর্ণ তারকাকে মুখ বন্ধ রাখতে টাকা দেওয়ার মামলা। সম্ভবত ৫ নভেম্বর নির্বাচনের আগেই আদালতে মামলা দুটোর শুনানি হবে৷
ট্রাম্প এই দুটো মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং বলেছেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন।