বন্ধ হয়ে গেল সাবটাইটেলের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘সাবসিন’
বিদেশি ভাষার চলচ্চিত্র, সিরিজ দেখার জন্য দরকার পড়ে সাবটাইটেলের। আর বিভিন্ন ভাষার সাবটাইটেলের জন্য দর্শকদের জন্য বড় প্ল্যাটফর্ম ছিল লাখো সাবটাইটেলের ভান্ডার 'সাবসিন'। কিন্তু সমৃদ্ধ ও জনপ্রিয় এই সাবটাইটেল প্ল্যাটফর্মটি হঠাৎ বন্ধ হয়ে গেছে।
কয়েকদিন আগে সাবসিনের ফোরামে একটি পোস্ট দিয়ে জানানো হয়, আগামী ২৪ ঘন্টার মধ্যে ওয়েবসাইটি বন্ধ হয়ে যাবে। আকস্মিক এ ঘোষণায় বিচলিত হয়ে ওঠেন অনেকেই।
ওয়েবসাইটে ঢুকতে গেলেই একটি বিজ্ঞপ্তি চোখে পড়ে এখন: 'সাবসিন বন্ধ হয়ে গেছে। এই যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।'
অবশ্য জনপ্রিয় এই প্ল্যাটফর্মটি কী কারণে বন্ধ করে দেওয়া হয়েছে, তা জানানো হয়নি।
দর্শকরা হলিউডের ও বলিউড পাশাপাশি বিভিন্ন ভাষা, যেমন মালায়ালম, তামিল, তেলুগু, থাই, কোরিয়ান, স্প্যানিশ, তুর্কি, ফার্সি, ফরাসিসহ বিভিন্ন ভাষার সিনেমা সাবটাইটেল দিয়ে দেখার সুযোগ পেয়েছেন সাবসিনের জন্য।
সাবসিন বন্ধ হলেও ওপেনসাবটাইটেলস-সহ আরও কয়েকটি সাবটাইটেল প্ল্যাটফর্ম থেকে সাবটাইটেল ডাউনলোড করতে পারেন দর্শকেরা।