আমি করোনা প্রতিরোধী: ট্রাম্প
করোনাভাইরাসে পুনরায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা নিয়ে নানা সময়েই বিজ্ঞানীরা তথ্য দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি বর্তমানে করোনাভাইরাস 'প্রতিরোধী'।
রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'দেখে মনে হচ্ছে আমি প্রতিরোধী। সুতরাং আমি বাইরে যেতে পারব।'
'দেখে মনে হচ্ছে আমি, হয়ত দীর্ঘ সময়, হয়ত স্বল্প সময়ের জন্য রোগ প্রতিরোধী। এটা সারা জীবনের জন্যও হতে পারে। আসলে কেউ এটা জানে না,' বলেন ট্রাম্প।
গত ১ অক্টোবর প্রেসিডেন্ট ট্রাম্পের কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর ৩ দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এরপর থেকে হোয়াইট হাউজে তার চিকিৎসা চলছে।
শনিবার হোয়াইট হাউসের চিকিৎসক ঘোষণা করেন, প্রেসিডেন্টের থেকে আর 'রোগ ছড়ানোর ঝুঁকি নেই।'
চিকিৎসকরা জানান, ট্রাম্পের শরীরে 'ভাইরাল লোড' কমছে। তবে তিনি সম্পূর্ণভাবে ভাইরাস মুক্ত কি না- তা জানানো হয়নি।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর নিয়ম অনুযায়ী, মৃদু অথবা মাঝারি উপসর্গের ক্ষেত্রে ১০ দিন পর আইসোলেশন থেকে বেরিয়ে আসা যাবে। যদিও ট্রাম্পের উপসর্গ কোন পর্যায়ে ছিল তা হোয়াইট হাউসের তরফে জানানো হয়নি। আর তা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে।
গত সেপ্টেম্বরে নেচার মেডিসিন সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়, করোনাভাইরাস থেকে সেরে উঠা সারা জীবনের জন্য এ ভাইরাস প্রতিরোধী ক্ষমতা পাওয়ার নিশ্চয়তা দেয় না।