ট্রাম্পকে হোয়াইট হাউজ ছাড়ার পদ্ধতি দেখালেন ডেনমার্কের সাবেক প্রধানমন্ত্রী
কীভাবে সম্মানের সঙ্গে হোয়াইট হাউজ ছাড়তে হবে সে বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কিছু উপদেশ দিয়েছেন ডেনমার্কের সাবেক প্রধানমন্ত্রী লার্স লক্কে রাসমুসেন।
নির্বাচনের জালিয়াতির অভিযোগ তোলা ট্রাম্প ভোটের লড়াইয়ে এগিয়ে থাকা ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নেবেন এমন ইঙ্গিত এখনো মিলেনি।
সাবেক ডেনিশ এই প্রধানমন্ত্রী এই টুইট বার্তায় নিজের একটি ছবি দেন, যাতে দেখা যায় গত বছরের সাধারণ নির্বাচনে হেরে যাওয়ার পর ব্যাগ ঘাড়ে করে অফিস থেকে বেরিয়ে হেঁটে যাচ্ছেন তিনি।
ক্যাপশনে তিনি লিখেছেন, 'সামান্য পরামর্শ… নির্বাচন হেরে যাওয়ার পর সম্মানের সাথে অফিস ত্যাগ করার এটিই সঠিক উপায়। গত চার বছর ধরে সৎ কথোপকথনের জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইলো।'