এখনি মাঠ ছেড়ে যাচ্ছেন না ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে স্পষ্টতই জিতে গেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। যদিও এত সহজে মাঠ ছেড়ে ট্রাম্প সরবেন না বলে অনুমান করছে ট্রাম্পের মিত্র ও সহযোগী সংস্থাগুলো।
কয়েকমাস ধরেই এবারের নির্বাচনী প্রক্রিয়াকে ভুয়া ও কারচুপিতে পূর্ণ বলে মন্তব্য করে আসছিলেন ট্রাম্প। এমনকি স্পষ্ট হার সামনে দেখে আদালতে মামলা করার কথাও বলেন তিনি। এতে করে নির্বাচনের ফলাফলকে পালটে দেওয়ার চিন্তা করছিলেন তিনি। তবে তার এ ধরণের মন্তব্যের বিপক্ষে আজ পর্যন্ত মিত্র ও সহযোগী সংস্থাগুলো কোন ধরনের মন্তব্য করেনি।
রোববার এক সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, 'সত্যিটা হলো- নির্বাচন এখনও শেষ হয়নি। এখনও পর্যন্ত কোন রাজ্যে বাইডেনকে জয়ী ঘোষণা করা তো হয়ই নি, এমনকি প্রতিযোগিতাপূর্ণ যেসমস্ত রাজ্যে আমাদের প্রচারণাকে আইনী বাধার মুখে পড়তে হয়েছিল সেসমস্ত রাজ্যেও জনপ্রিয়তা পায়নি বাইডেন। সুতরাং এখনই চূড়ান্ত ফলাফল অনুমান করে নেওয়া ঠিক হবে না।'
আইনি পথে এর সমাধানের পথ খুঁজছেন ট্রাম্প। 'অসন্তোষজনক' নির্বাচনী ফলাফল নিয়ে সুপ্রিমকোর্টে মামলাও করেছেন তিনি, দাবি করছেন নতুন করে ভোট গণনা হোক।
ট্রাম্পের উপদেষ্টা ও সহযোগী সংস্থাগুলোও মনে করেন ট্রাম্পের হোয়াইট হাউজে টিকে থাকার সম্ভাবনা কম। তবু তারা অপেক্ষা করছেন কি হয় দেখার জন্য। আইনি প্রক্রিয়ার উপর বাকিটা নির্ভর করবে বলে জানান তারা।
ট্রাম্পের এক উপদেষ্টা বলেন, 'তিনি আইনি প্রক্রিয়ায় যেতে চাচ্ছেন। ঠিক আছে। তবে ফলাফলে যদি কোন ধরনের পরিবর্তন দেখা না যায় তবে তার উচিত হবে মাঠ থেকে সরে দাঁড়ানো।'
রিপাবলিকান ও ট্রাম্পের দল বিভিন্ন জায়হায় নির্বাচনী অপকর্মের অভিযোগে মামলা দায়ের করেছেন। যদিও জর্জিয়া, মিশিগান ও নেভাডায় মামলা খারিজ করে দিয়েছেন আদালত।
পেনসিলভানিয়ায় রিপাবলিকানদের পক্ষে সিদ্ধান্ত নিয়েছেন আদালত। ভোট পুনর্গণনায় রিপাবলিকান দলের পর্যবেক্ষক অংশগ্রহণের অনুমতি দিয়েছেন আদালত।
এদিকে আইনি প্রক্রিয়া চালিয়ে নিতে প্রায় ৬০ মিলিয়ন ডলার তহবিল জমা করার চিন্তা করছে রিপাব্লিকানরা।
সাবেক এক হোয়াইট হাউজ কর্মকর্তা বলেন, 'ট্রাম্পের উচিত হবে প্রতিটা ভোট যেন গোনা হয় এবং স্বচ্ছতা বজায় থাকে তা নিশ্চিত করা।
রিপাবলিকানরা দুশ্চিন্তা করছেন, হয়তো হোয়াইট হাউজ থেকে বের হবার আগে প্রেসিডেন্টের ব্যক্তিত্ব বজায় রাখতে পারবেন না ট্রাম্প। আইনি প্রক্রিয়া নিয়ে বাড়াবাড়ি করলে তার সম্পর্কে একটা বাজে ইমেজ বা ব্যক্তিত্ব রয়ে যাবে মানুষের মনে। আর যদি তাই হয় তবে ২০২৪ সালে নির্বাচনে পুনরায় দাঁড়ানোর সুযোগটাও হয়তো হারাবেন তিনি।
রিপাবলিকান দলের এক কংগ্রেস সদস্য বলেন, 'আইনি ফলাফল যাই হোক না কেন, ট্রাম্পের উচিত হবে তা মেনে নিয়ে ব্যক্তিত্ব সহকারে হোয়াইট হাউজ ছেড়ে যাওয়া। না হলে মানুষের মনে একটা বাজে ছবি থেকে যাবে তার সম্পর্কে'।
ওয়াল স্ট্রিট জার্নাল এর সম্পাদকীয়তে বলা হয়, 'ভোটারদের ফ্রড বা ভুয়া প্রমাণ করতে তথ্য-প্রমাণ উপস্থাপন করতে হবে ট্রাম্পকে। যদি শেষপর্যন্ত বাইডেনের ২৭০টি ভোটই ঠিকঠাক আছে দেখা যায় তাহলে ট্রাম্পকে একটা সিদ্ধান্ত নিতে হবে। তখন অন্তত ব্যক্তিত্ব বজায় রেখে মাঠ থেকে সরে দাঁড়াবেন তিনি, এই আশা করি।'
সূত্র: রয়টার্স