পরাজয় মেনে নেওয়ার পরামর্শ ট্রাম্পের স্ত্রী ও জামাতার
ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে পরাজয় স্বীকার করে নেয়ার উপদেশ দিয়েছেন তার জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার এবং ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প।
তবে ২০২০ সালের নির্বাচনে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। জনরায় অস্বীকার করে তিনি দাবী করেছেন, বিজয় তারই হয়েছে। এমনকি নির্বাচনকে আদালতে পর্যন্ত টেনে নিয়ে গেছেন তিনি।
প্রেসিডেন্টের ক্ষমতা ছাড়তে নারাজ ট্রাম্পকে নিয়ে তার রিপাবলিকান দলের মতো বিভক্ত হয়ে পড়েছে পরিবারের সদস্যরাও। পরাজয় স্বীকার করে নেয়ার সময় এসেছে বলে ট্রাম্পকে তার সিদ্ধান্ত বদলের পরামর্শ দিয়েছেন মেলানিয়া ট্রাম্প।
তার জামাতা জ্যারেড কুশনারও একই পরামর্শ দিয়েছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রের বরাতে সিএনএনের এক প্রতিবেদনে এসব জানানো হয়।
স্ত্রী ও জামাতার মতামতের সম্পূর্ণ বিপরীত পরামর্শ দিয়েছেন দুই ছেলে। আইনি লড়াই চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন ট্রাম্পের দুই ছেলে ডোনাল্ড জুনিয়র ও এরিক। তাদের সঙ্গে আছেন কিছু রিপাবলিকান নেতা ও আইনজীবীও।
মিশিগানসহ আরও কিছু রাজ্যে মৃত ব্যক্তির ভোটদানের অভিযোগ তুলে প্রচারণায় নামতে পারেন তারা। তবে এই অভিযোগের স্বপক্ষেও কোনো প্রমাণ মেলেনি বলে জানানো হয় সিএনএনের এক প্রতিবেদনে।
ট্রাম্প প্রচারণা শিবিরের মুখপাত্র জেসন মিলার এক টুইটার বার্তায় জানান, কুশনার ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন এ খবর সত্য নয়। বরং কুশনার ট্রাম্পকে আইনি লড়াই চালিয়ে যাওয়ার জন্যই বলেছেন, জানান তিনি।