ট্রাম্পের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ
ট্রাম্প অর্গানাইজেশনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ। ফলে দুই দু'বার অভিশংসিত মার্কিন রাষ্ট্রপতির বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে একে একে সম্পর্কচ্ছেদ করা বৃহৎ কর্পোরেশনের তালিকা আরও ভারি হলো।
গত ৮ জানুয়ারি রাজধানী ওয়াশিংটনের ক্যাপিটল হিলে হামলার পর থেকেই ব্যক্তিগত ও রাজনৈতিক নিন্দা ও বিরুপ প্রতিক্রিয়ার মুখে পড়েছেন ট্রাম্প। তার জেরে নগর কর্তৃপক্ষের সঙ্গে লাভজনক ব্যবসাও হারালো তার সংস্থা।
নিউইয়র্ক নগর কর্তৃপক্ষের সঙ্গে ট্রাম্প অর্গানাইজেশনের দুটি স্কেটিং রিঙ্ক, একটি ক্যারোসেল এবং একটি গলফ কোর্স পরিচালনার চুক্তি রয়েছে। এসব চুক্তি থেকে কোম্পানিটি বার্ষিক এক কোটি ৭০ লাখ ডলার আয় করতো।
সেই পথ এবার ট্রাম্পের মুখের উপর যেন বন্ধ করে দেওয়া হলো।
নগর মেয়র বিল ডি ব্লাসিও স্থানীয় সময় বুধবার বিকেলে এক ঘোষণায় বলেন, "আজ থেকে ট্রাম্প অর্গানাইজেশনের সঙ্গে নিউইয়র্ক শহরের কোনো লেনদেন থাকবে না।"
ওয়াশিংটনে দাঙ্গার পর থেকেই রাজনৈতিক দাতা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান নিজেদের ট্রাম্পের সংস্পর্শ থেকে দূরে সরিয়ে নিচ্ছে।
মেয়র ডি ব্লাসিও জানান, "আমাদের আইনজীবীরা চুক্তিপত্র নিরীক্ষা করে দেখেছেন। চুক্তিচ্ছেদে কোনো বাধা নেই বলে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন।"
নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে অবস্থিত দুটি স্কেটিং রিঙ্ক, একটি ক্যারোসাল এবং ব্রোঙ্কস এলাকায় একটি গলফ কোর্স পরিচালনা করতো ট্রাম্পের কোম্পানিটি।
এই ঘোষণার প্রতিক্রিয়ায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ট্রাম্পের দ্বিতীয় পুত্র এরিক ট্রাম্প। চুক্তিভঙ্গের কোনো অধিকার নগর কর্তৃপক্ষের নেই বলেই দাবি তার। তারপরও সে সিদ্ধান্ত নিলে ট্রাম্প অর্গানাইজেশনকে ৩ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হবে বলেও জানান তিনি।
"এটা রাজনৈতিক বৈষম্য ছাড়া অন্যকিছু নয়, আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেব," এরিক বলেন।
তবে এটা হয়তো তার হতাশার এক অংশ মাত্র। ইতোপূর্বে, যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ আবাসন সম্পত্তি কোম্পানি কুশম্যান অ্যান্ড ওয়েকফিল্ড জানায়, ট্রাম্প পরিবারের সঙ্গে তারা কোনো প্রকার ব্যবসায়িক সম্পর্ক রাখবে না।
কোম্পানির এক মুখপাত্র জানান, "আমাদের কোম্পানিটি নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারসহ একাধিক সম্পত্তি ট্রাম্প অর্গানাইজেশনকে ইজারা দিয়েছে। কিন্তু, এখন থেকে সেসব ইজারা বাতিল করা হবে।"
সম্পর্কচ্ছেদ করছে ব্যাংকিং খাতও:
চলতি সপ্তাহেই জার্মান ব্যাংকিং জায়ান্ট ডয়েচে এবং নিউইয়র্কের সিগনেচার ব্যাংক ট্রাম্পের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ত্যাগের ঘোষণা দেয়।
সিগনেচার ব্যাংক জানায়তারা ট্রাম্পের ব্যক্তিগত দুটি হিসাব বন্ধ করে দেবে। ওই দুটি হিসাবে মোট ৫৩ লাখ ডলার আমানত আছে।
"প্রেসিডেন্ট নিজে দাঙ্গাকারীদের উস্কে দিয়েছেন। এমনকি উদ্ভূত পরিস্থিতিতে দায়িত্বরত কংগ্রেস সদস্যদের নিরাপত্তার স্বার্থে তিনি ন্যাশনাল গার্ডও মোতায়েন করেননি। সবকিছু দেখেশুনেই আমরা তার সঙ্গে সম্পর্ক না রাখার সিদ্ধান্ত নিয়েছি।"
সূত্রঃ বিবিসি