অভিষেক অনুষ্ঠানে সহিংসতার আশঙ্কায় আবারও এক সপ্তাহের জন্য ট্রাম্প ইউটিউবে নিষিদ্ধ
মঙ্গলবার ইউটিউব কর্তৃপক্ষ জানায়, তারা ডোনাল্ড ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞা বাড়িয়ে দিচ্ছে আরও এক সপ্তাহ। ফলে ট্রাম্পের তরফ থেকে কোনো ভিডিও আপলোড বা লাইভ স্ট্রিমিং আরও সাতদিন সম্ভব হবে না।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, আলফাবেট ইনকর্পোরেটেডের এই ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ট্রাম্পকে জানুয়ারির ১২ তারিখ থেকে এক সপ্তাহের জন্য নিষিদ্ধ করে। ৬ই জানুয়ারি মার্কিন ক্যাপিটল ভবনের হামলায় ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভকারীদের উসকানির অভিযোগের সূত্র ধরেই ইউটিউব এ ঘোষণা দেয়।
গতকাল নতুন ঘোষণায় তারা জানায়, 'সহিংসতার জন্য বর্তমান উদ্বেগ' এর আলোকেই তারা ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞা বাড়িয়েছে।
বুধবারেই জো বাইডেনের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ট্রাম্প যুগের সমাপ্তি ঘটবে।
এর আগে মঙ্গলবার হোয়াইট হাউসের ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত এক ভিডিওতে ট্রাম্প বলেন, "আমেরিকাতে আমরা কারো ওপর আনুগত্যের বোঝা অথবা কঠোর গোঁড়ামি চাপিয়ে দেই না; বাক স্বাধীনতার ওপর দন্ড আরোপ করিনা। আমরা কখনোই এমন করি না"।
নভেম্বর ৩ এর নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর বিভ্রান্তিমূলক পোস্ট দেন যা তার উগ্র সমর্থকদের ৬ই জানুয়ারি ক্যাপিটল ভবনে দাঙ্গার জন্য সহিংস করে তোলে। এসব পোস্টের বিরুদ্ধে তাৎক্ষণিক কোন প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে না পারায় অনেকেই সামাজিক মাধ্যমের নিন্দা করেন।
টুইটারের মত ট্রাম্পকে স্থায়ীভাবে নিষিদ্ধ না করলে একটিভিস্টরা ইউটিউব বিজ্ঞাপন বর্জনেরও ঘোষণা দিয়েছে । ফেসবুক ইতিমধ্যে অনির্দিষ্টকালের জন্য ট্রাম্পের একাউন্ট ব্লক করে দিয়েছে।
আলফাবেট এবং গুগলের সিইও সুন্দর পিচাই রয়টার্সকে বলেন, ট্রাম্পকে ইউটিউব অন্যান্য মাধ্যমের মতই গণ্য করছে। ৯০ দিনের ভেতর যদি তিনবার তিনি ইউটিউবের নীতিমালা লংঘন করেন তবেই তার একাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে।