লঙ্কা প্রিমিয়ার লিগে খরুচে আল আমিনের শিকার দুই উইকেট
আট বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার, পুরো ক্রিকেট ক্যারিয়ারটা আরও বড়। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর প্রথমবারের মতো বিদেশি কোনো লিগে খেলার সুযোগ পেয়েছেন আল আমিন হোসেন। লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসরে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে খেলছেন ডানহাতি এই পেসার। তবে শুরুর অভিজ্ঞতাটা ভালো হলো না তার। দুই উইকেট পেলেও খরুচে ছিলেন তিনি, আবার দলও হেরে গেছে।
এলপিএলের প্লেয়ার ড্রাফট থেকে দল পান আল আমিন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান রানা, মোহাম্মদ মিঠুন এবং নাজমুল হোসেন অপু। তবে বাকি চার ক্রিকেটার আসরটি খেলতে যাননি। একমাত্র ক্রিকেটার হিসেবে ক্যান্ডি ওয়ারিওর্সের হয়ে খেলতে গেছেন আল আমিন।
ঘরোয়া টি-টোয়েন্টির আসরটির উদ্বোধনী দিনে ডাম্বুলা জায়ান্টসের মুখোমুখি হয় আল আমিনের দল ক্যান্ডি ওয়ারিওর্স। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ইংলিশ ব্যাটসম্যান ফির সল্টের তাণ্ডবে ৭ উইকেটে ১৯০ রান তোলে ডাম্বুলা। জবাবে ১৭০ রানে শেষ হয় ক্যান্ডির ইনিংস।
বল হাতে আল আমিনের শুরুটা ভালো ছিল না। ইনিংসের পঞ্চম ওভারটি ছিল তার প্রথম ওভার। এই ওভারে দুটি চারসহ ১৪ রান খরচা করেন বাংলাদেশের এই পেসার। এরপর তাকে কয়েক ওভার বোলিংয়ে টানেননি ক্যান্ডির অধিনায়ক অ্যাঞ্জেলো পেরেরা।
দশম ওভারে দ্বিতীয় ওভার করতে যান আল আমিন। এই ওভারে দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। মাত্র ২ রান খরচায় তুলে নেন ব্যাট হাতে ঝর তোলা ফিল সল্টের উইকেট। নিজের তৃতীয় ওভারেই আগুনে বোলিং করেন আল আমিন। ৪ রান খরচায় এবার তার শিকার নানিন্দু ফার্নান্দো।
মাঝের দুই ওভারে আল আমিনের খরচা ছিল মাত্র ৬ রান। কিন্তু ইনিংসের শেষ ওভারটি করতে গিয়ে নিজের বোলিং ফিগারটি 'অসুন্দর' করে ফেলেন ডানহাতি এই পেসার। এভারে তার ওপর দিয়ে ঝড় বয়ে যায়। দুই ছক্কাসহ ১৬ রান খরচা করেন আল আমিন। শেষ পর্যন্ত ৪ ওভারে ৩৬ রানে ২ উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাকে।