শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বাড়াতে মাভাবিপ্রভি’তে অর্থনীতি বিভাগের কর্মশালা
শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বাড়াতে একটি কর্মশালার আয়োজন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ।
দুইদিন ব্যাপী এই কর্মশালার প্রথম দিন ছিল আজ বৃহস্পতিবার। দ্বিতীয় দিনের সেশন হবে শনিবার।
"English: Linking Life with Better Life" শিরোনামে এই অনলাইন কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. মোঃ নাজমুস সাদেকীন।
অর্থনীতি বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মশালাটি পরিচালনা করেন রাজশাহী ক্যাডেট কলেজের প্রভাষক রজত গোস্বামী। মডারেটর ছিলেন বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাশরোফ শাহরিন সীমান্ত।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "এই ওয়ার্কশপটিতে মূলত ছাত্র-ছাত্রীদের ইংরেজির বেসিক দক্ষতা অর্জনের কার্যকরি দিকসমূহের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। সম্পূর্ণ ওয়ার্কশপটি সচরাচর ক্লাসগুলোর মত নয় বরং ছাত্র-ছাত্রীদের একটি পারস্পরিক অংশগ্রহণমূলক সেশনের মাধ্যমে সম্পন্ন হয়েছে।"
সেখানে আরও বলা হয়, "ওয়ার্কশপটি থেকে ছাত্র-ছাত্রীরা ইংরেজিতে নিজেকে সমৃদ্ধ করার ক্ষেত্রে কমিউনিকেশনের দক্ষতাকে কাজে লাগানোর কৌশলসমূহ রপ্ত করতে সক্ষম হয়েছে এবং চাকুরির ক্ষেত্রে ইংরেজির ব্যবহার সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করেছে।"