মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনােলজি বিভাগে তিনজন সহকারী অধ্যাপক, একজন প্রভাষক এবং রসায়ন বিভাগে জৈব রসায়ন বিষয়ে একজন সহকারী অধ্যাপক নিয়োগ দেয়া হবে।
সহকারী অধ্যাপক পদে ৩৫,০০০-৬৭,০১০ টাকা এবং প্রভাষক পদে ২২,০০০-৫৩,০৬০ টাকা স্কেলে বেতন দেয়া হবে।
যোগ্য প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেয়া নিয়মানুযায়ী ১৩ জানুয়ারি ২০২১ তারিখের মধ্যে আবেদন করতে হবে।