মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন অধ্যাপক সোলাইমান
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর পদে অধ্যাপক ড. এ আর এম সোলাইমানকে ৪ বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার।
বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার (১১ এপ্রিল) এ পদে যোগদান করেন তিনি। এর আগে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন।
অধ্যাপক ড. এ আর এম সোলাইমান শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার গবরীকুড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৫৫ সনে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বোর্ড থেকে কৃতিত্বের সাথে ১৯৭১ সনে এসএসসি ও ১৯৭৩ সনে এইচএসসি পাশ করেন এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৭ সনে বিএসসিএজি ও ১৯৭৮ সনে এমএসসিএজি (মৃত্তিকা বিজ্ঞান) ডিগ্রি অর্জন করেন। কমনওয়েলথ বৃত্তির অধীনে যুক্তরাজ্যের 'দি কুইন্স ইউনিভার্সিটি অব বেলফাস্ট' থেকে তিনি ১৯৮৮ সনে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
অধ্যাপক সোলাইমান ২০০৫-২০০৬ সনে কমনওয়েলথ ফেলোশিপের অধীনে যুক্তরাজ্যের 'ইউনিভার্সিটি অব অ্যাবারডিন' এ পোস্ট-ডক্টোরাল রিসার্স করেন। তিনি ২০১৫ সনে জার্মানির 'রাইন ওয়াল ইউনিভার্সিটিতে' ভিজিটিং অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
অধ্যাপক সোলাইমান ১৯৮০ হতে ১৯৯৬ সনের প্রথম দিক পর্যন্ত বাংলাদেশ ইনস্টিটিউট অব নিউক্লিয়ার এগ্রিকালচারে (বিনা) যথাক্রমে বৈজ্ঞানিক কর্মকর্তা, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি ১৯৯৬ সনের ১৪ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং ২০০০ সনে অধ্যাপক হন।
উল্লেখ্য, ২০১৪ সালের ৩১ মে পর্যন্ত প্রথম প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক ড. মনিরুজ্জামান দায়িত্ব শেষ করার পর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভাইস-চ্যান্সেলর পদটি শূন্য ছিল। অধ্যাপক ড. এ আর এম সোলাইমান বর্তমানে বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেলেন।