খুদে শিক্ষার্থীদের মানবিক উদ্যোগ: বিনামূল্যে সবজি বিতরণ
জাহান ইন্টারন্যাশনাল স্কুলের মোহাম্মদপুর শাখার শিক্ষার্থীরা অসহায় ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে শীতকালীন সবজি বিতরণ করেছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) স্কুলটির শিক্ষার্থীরা বাড়ি থেকে ঝুড়ি ও ব্যাগভর্তি শীতকালীন নানা রঙের সবজি নিয়ে আসে। স্কুল প্রাঙ্গণ ভরে ওঠে সবজির সমারোহে। এরপর শিক্ষার্থীরাই পথচারীদের মাঝে বিনামূল্যে এসব সবজি বিতরণ করে।
মোহাম্মদপুর শাখার ব্রাঞ্চ ইনচার্জ লুপিন মারজানা বলেন, "শিক্ষার্থীরা এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। এই কার্যক্রমের মাধ্যমে তারা সহানুভূতি, দানশীলতা ও সামাজিক দায়িত্ববোধের গুরুত্ব শিখেছে। এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক মূল্যবোধে উজ্জীবিত করবে।"
অভিভাবকেরা জানান, স্কুলের এমন মানবিক উদ্যোগ প্রশংসনীয়। এটি শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ ও সহানুভূতির বীজ বপন করে ভবিষ্যতে তাদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।
শিক্ষকদের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানেই সীমাবদ্ধ রাখে না, বরং বাস্তব জীবনে মূল্যবোধের চর্চার সুযোগ করে দেয়। মোহাম্মদপুর শাখার শিক্ষার্থীদের এই প্রচেষ্টা সমাজে ইতিবাচক পরিবর্তন আনার অনুপ্রেরণা হয়ে থাকবে।