এক বছরের জন্য মঙ্গল গ্রহে বাসের অভিনয় করতে চান? এখনি আবেদন করুন
আপনি যদি নিজের ভেতরের ম্যাট ডেমনকে খুঁজে পেতে এবং মঙ্গল গ্রহে বিচ্ছিন্ন হয়ে থাকার অভিনয় করে এক বছর কাটাতে চান, তাহলে নাসার কাছে আপনার জন্য একটি কাজ রয়েছে।
মঙ্গল গ্রহে নভোচারী পাঠানোর প্রস্তুতির অংশ হিসেবে চারজন মানুষের মঙ্গল ডুন আলফায় এক বছর বেঁচে থাকার জন্য গত শুক্রবার আবেদন নিতে শুরু করে সংস্থাটি। হিউস্টনের জনসন স্পেস সেন্টারের একটি ভবনের ভেতর অবস্থিত এই ডুন মূলত থ্রি-ডি প্রিন্টারে তৈরি একটি ১৭০০ বর্গফুটের মার্শান আবাসস্থল।
বেতনভোগী এই স্বেচ্ছাসেবীরা একটি সিমুলেটেড মার্শান এক্সপ্লোরেশন মিশন সম্পন্ন করবেন। স্পেসওয়াক, বাড়িতে যোগাযোগ করার সীমিত সুযোগ, সীমিত খাদ্য ও সম্পদ, এবং বিভিন্ন সরঞ্জাম ব্যর্থতা এসবের সাথে পাল্লা দিয়ে বেঁচে থাকার মাধ্যমে এই মিশন সম্পন্ন করবেন তারা।
নাসা এরকম তিনটি পরীক্ষা-নিরীক্ষার কথা পরিকল্পনা করছে, যার মধ্যে প্রথমটি শুরু হবে আগামী বছরের শরতে। স্বেচ্ছাসেবকদের যেসকল খাবার দেওয়া হবে তার সবই হবে রেডি-টু-ইট স্পেস ফুড এবং আপাতত সেখানে কোনো জানালা রাখার পরিকল্পনা করা হয়নি। সেখানে যদিও কিছু উদ্ভিদ জন্মাবে কিন্তু "দ্য মার্শান" সিনেমার মতো আলু জন্মাবে না। এ সিনেমায় ডেমন একজন আটকে পড়া মহাকাশচারী মার্ক ওয়াটনির চরিত্রে অভিনয় করেন যিনি আলু খেয়েই বেঁচে ছিলেন।
প্রধান বিজ্ঞানী গ্রেস ডগলাস বলেন, "আমরা বুঝতে চাই মানুষ এসকল পরিস্থিতিতে কীভাবে কাজ করে থাকে। আমরা মঙ্গল গ্রহের বাস্তব পরিস্থিতির সন্ধান করছি।"
আবেদন প্রক্রিয়া শুক্রবার থেকে শুরু হয়েছে। তবে, তারা এ কাজের জন্য সাধারণ কাউকে খুঁজছে না। বিজ্ঞান, প্রকৌশল বা গণিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী অথবা পাইলটের অভিজ্ঞতাসম্পন্ন মানুষ প্রয়োজন নাসার।
শুধুমাত্র আমেরিকান নাগরিক বা স্থায়ী মার্কিন বাসিন্দারা আবেদনের যোগ্য। আবেদনকারীরা সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার পাশাপাশি তাদের বয়স ৩০ থেকে ৫৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও, তাদের মধ্যে গতির প্রতি অসুস্থতা থাকা যাবেনা।
নাসার এসব কঠোর নিয়মগুলো থেকে বোঝা যায় যে, তারা মহাকাশচারীদের কাছাকাছি লোকের সন্ধান করছে বলে জানান কানাডার সাবেক নভোচারী ক্রিস হ্যাডফিল্ড। তিনি আরও বলেন, এটি একটি ভালো পদক্ষেপ কারণ যারা বাস্তবিকভাবে মঙ্গল গ্রহে যাবে তাদের সঙ্গে অংশগ্রহণকারীদের মিল থাকা ভালো।
অতীতে রাশিয়ান মার্স ৫০০ নামক একটি সাজানো মঙ্গল অভিযানের প্রচেষ্টা আংশিকভাবে ঠিকমত শেষ হয়নি কারণ অংশগ্রহণকারীরা দৈনন্দিন মানুষের মতো ছিল।
২০১৩ সালে আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথে পাঁচ মাস অতিবাহিত করা এবং সেখানে গিটার বাজিয়ে ডেভিড বোয়ির "স্পেস অডিটি" গানের কভার ভিডিও গাওয়া হ্যাডফিল্ড বলেন, সঠিক মানুষের জন্য রাশিয়ার এ প্রচেষ্টা দুর্দান্ত হতে পারতো।
তিনি বলেন, "শুধু ভাবুন আপনি নেটফ্লিক্সকে কত বেশি অনুসরণ করতে পারবেন। যদি তাদের সেখানে বাদ্যযন্ত্র থাকে, আপনি কিছু না জেনেও সেখানে যেতে পারেন এবং সেখান থেকে বেরিয়ে আসতে পারেন একটি কনসার্টের সঙ্গীতশিল্পী হিসেবে।"
আপনার স্বাভাবিক "জীবনের চাহিদা থেকে এক বছরের জন্য" এক "অবিশ্বাস্য স্বাধীনতা" পেতে পারেন আপনি সেখানে, বলে যোগ করেন তিনি।
সামনের শরতে হ্যাডফিল্ডের "দ্য অ্যাপোলো মার্ডার্স" নামক একটি উপন্যাস বের হতে চলেছে।
মনোভাবই গুরুত্বপূর্ণ, বলেন হ্যাডফিল্ড। এছাড়াও, তিনি উল্লেখ করেন যে, অংশগ্রহণকারীদেরকে ডেমনের ওয়াটনি চরিত্রের মত "অত্যন্ত দক্ষ, উপস্থিত বুদ্ধি সম্পন্ন এবং স্বাচ্ছন্দ্যের জন্য অন্যের ওপর নির্ভর না করা" ধরনের মানুষ হতে হবে।
সূত্র: এপি নিউজ