করোনার বিরুদ্ধে লড়াইয়ে ডাক্তারদের পাশে রোবট
মহামারি করোনাভাইরাসকে রীতিমতো ছোঁয়াচে বলা যায়। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশি থেকে ড্রপলেট এর মাধ্যমে সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করতে পারে এই ভাইরাস। তাই দূরত্ব বজায় রাখাটাই নিয়ম। কিন্তু ডাক্তারদের তো উপায় নেই। যথাযথ সুরক্ষা পোশাক যেমন পিপিই, মাস্ক, গ্লাভস পরে চিকিৎসা দিয়ে যাচ্ছেন তারা। তবু আক্রান্ত হয়েছেন বিশ্বের অনেক চিকিৎসক। এই সমস্যা কিছুটা হলেও কমাতে এক অভিনব উপায় হতে পারে রোবটের ব্যবহার। চিকিৎসকদের সহায়তায় এমন রোবট আবিষ্কার করেছেন মিশরের বিজ্ঞানী মাহমুদ এল-কোমি৷
এই রোবটের বৈশিষ্ট্য হচ্ছে, সে কোভিড টেস্ট করতে সাহায্য করবে, করোনা আক্রান্ত রোগীর জন্য সময় মতো ওষুধ সরবরাহ করবে৷ প্রয়োজনে ডাক্তারও ডেকে দেবে এই রোবট৷ শুধু তাই নয়, কেউ যদি মাস্ক না পরে থাকেন তো, এই রোবট ধমকও দেবে তাকে !
রীতিমতো চিকিৎসকের হেল্পার হয়ে উঠবে এই রোবট বলে সংবাদমাধ্যমকে জানান বিজ্ঞানী মাহমুদ এল-কোমি।
রোবটটির নাম সিরা-০৩। এল কোমি জানান, ভাইরাসের সংক্রমণ কমাতে ও ছড়ানো রোধ করতে এটি সহায়ক হবে।
অনেকটা মানুষের মুখের আদলে সিরা-০৩ এর অবয়ব তৈরি করা হয়েছে। আর আছে যান্ত্রিক দুটি হাত। এই দুই হাতে নমুনা পরীক্ষার জন্য রক্ত নেওয়া, এক্স-রে'র মতো কাজগুলো করতে পারবে।
এল কোমি জানান, 'আমি চেয়েছি সিরাকে কিছুটা হলেও মানুষের আদল দেওয়ার, যাতে করে রোগীরা ভয় না পান।'
রোগীদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানান তিনি। তিনি বলেন, 'রোগীরা রোবট দেখেও ভয় পাননি। বরং মানুষের চেয়ে যন্ত্র বা রোবট নির্ভুল কাজ করবে এই বিশ্বাস নিয়ে নিশ্চিন্তে ছিলেন তারা।'
মিশরের একটি বেসরকারি হাসপাতালে রোবটটির পরীক্ষামূলক ব্যবহার করা হচ্ছে। সেখানকার প্রধান আবু বকর আল মিহি জানান, আপাতত কোভিড আক্রান্ত রোগীদের শরীরের তাপমাত্রা নেওয়ার কাজে সিরা-০৩ কে ব্যবহার করা হচ্ছে।