করোনা চিকিৎসকের ছবি তুলে কোটি টাকা পুরস্কার!
ব্রাজিলের এক কোভিড-১৯ চিকিৎসকের পোর্ট্রেট তুলে 'হামদান ইন্টারন্যাশলান ফটোগ্রাফি অ্যাওয়ার্ডে' (হাইপা) ১ লাখ ২০ হাজার ডলার বা প্রায় ১ কোটি ১ লাখ ৪২ হাজার টাকা জিতে নিয়েছেন এক আলোকচিত্রী।
জরুরি বিভাগে টানা ৮ ঘণ্টা দায়িত্ব পালন শেষে বেরিয়ে আসা এক করোনাভাইরাস চিকিৎসকের পরিশ্রান্ত মুখের ছবি সেটি।
বলে রাখা ভালো, ২০১১ সালে দুবাইয়ের ক্রাউন প্রিন্স হামদান বিন মোহাম্মদ আল মাকতুম নিজ নামে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৪ লাখ ডলারের এই বার্ষিক পুরস্কারের প্রবর্তন করেন। সেটিরই এবারের মৌসুমে সেরা ছবি হয়ে 'গ্র্যান্ড প্রাইজ' ১ লাখ ২০ হাজার ডলার প্রাইজমানি জিতে নিল ব্রাজিলিয়ান আলোকচিত্রী অ্যারি বাসুসের তোলা ডা. জুলিয়ানা রিবেরুর মুখের ছবিটি।
মূলত আমিরাতি কমিউনিটিতে আলোকচিত্র শিল্পের চর্চাকে উৎসাহিত করতে প্রবর্তিত হাইপা অ্যাওয়ার্ডে 'গ্র্যান্ড প্রাইজে'র পাশাপাশি 'হিউম্যানিটি', 'জেনারেল' ও 'আর্কিটেকচারাল ফটোগ্রাফি' ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।
এছাড়াও বিশেষ সম্মাননা পুরস্কার হিসেবে রয়েছে 'ফটোগ্রাফি কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড,' 'ইমার্জিং পারসন/অর্গানাইজেশন ইন ফটোগ্রাফি অ্যাওয়ার্ড' ও 'ফটোগ্রাফি অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড'।
'এ বছর বিশ্বের ২০৩টি দেশ থেকে জমা পড়েছিল প্রায় ৫ লাখ ছবি,' জানান হাইপার সেক্রেটারি জেনারেল আলি বিন থালিথ। তিনি আরও বলেন, 'এই মৌসুমে বিশেষত সংযুক্ত আরব আমিরাত, লেবানন ও মরোক্কোর আলোকচিত্রীদের বিজয়ী হতে দেখে আন্তর্জাতিক আলোকচিত্র মঞ্চে আমাদের আরব আলোকচিত্রীদের শক্তির একটি প্রতিফলন আমরা অনুভব করতে পেরেছি।'
বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারজয়ী আলোকচিত্রীদের তালিকা:
হিউম্যানিটি ক্যাটাগরি
প্রথম স্থান: ম্যাডস নিসেন, ডেনমার্ক
দ্বিতীয় স্থান: ইলহান কিলিংক, তুরস্ক
তৃতীয় স্থান: মার্ক আবু জাউদি, লেবানন
চতুর্থ স্থান: ফাব্রিজিও মাফফেই, ইতালি
পঞ্চম স্থান: বিপ্লব হাজরা, ভারত
জেনারেল ক্যাটাগরি
প্রথম স্থান: সামির আল-দুমি, ফ্রান্স
দ্বিতীয় স্থান: ফাতিমা জাহরা শেরকাউ, মরোক্কো
তৃতীয় স্থান: এইরিক গ্রনিংসায়েতার, নরওয়ে
জেনারেল ক্যাটাগরি [ব্ল্যাক অ্যান্ড হোয়াইট]
প্রথম স্থান: জ্যুসেপ্পে কোচ্চিয়েরি, ইতালি
দ্বিতীয় স্থান: ইয়াদি সেতিয়াদি, ইন্দোনেশিয়া
তৃতীয় স্থান: ব্যামব্যাং ভিরাওয়ান, ইন্দোনেশিয়া
পোর্টফোলিও ক্যাটাগরি
প্রথম স্থান: ফ্লোরিয়াঁ লাদোঁ, ফ্রান্স
দ্বিতীয় স্থান: কাতালিনা গোমেজ লোপেজ, স্পেন
তৃতীয় স্থান: ফিকরেত দিলেক উয়ার, তুরস্ক
চতুর্থ স্থান: ইউসেফ আল হাবশি আল হাশমি, সংযুক্ত আরব আমিরাত
পঞ্চম স্থান: আলেক্সান্ডার ম্যাকব্রাইড, যুক্তরাজ্য
আর্কিটেকচারাল ফটোগ্রাফি ক্যাটাগরি
প্রথম স্থান: চার্লস সসিনান্তো, ইন্দোনেশিয়া
দ্বিতীয় স্থান: আমরি আরফিয়ান্তো, ইন্দোনেশিয়া
তৃতীয় স্থান: লিন জিং, চীন
চতুর্থ স্থান: বিয়েত্রিজ ফার্নান্দেজ মায়ো, স্পেন
পঞ্চম স্থান: রাহুল বনশাল, ভারত
-
সূত্র: দ্য ন্যাশনাল