গাড়িতে রাখা হ্যান্ড স্যানিটাইজার থেকে দুর্ঘটনা
মহামারি করোনাভাইরাসে স্বাস্থ্যবিজ্ঞানীদের পরামর্শ বার বার হাত পরিষ্কার করা। সাবান-পানি না হলেও অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করা। এই স্বাস্থ্যবিধি মেনে চলতে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে অন্তত ৬০ শতাংশ এলকোহল দিয়ে তৈরি হ্যান্ড স্যানিটাইজার। তবে সচেতন না হলে অ্যালকোহলযুক্ত এই স্যানিটাইজার থেকে ঘটতে পারে নানা দুর্ঘটনা।
তেমনি একটি দুর্ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে। গণমাধ্যম এনটিডি ডট কম এর এক প্রতিবেদনে জানা যায়, গত বৃহস্পতিবার ইলিনয়িস অঙ্গরাজ্যের পাইওনির রোডে একটি গাড়িতে আগুন লাগার খবরে সেখানে যায় অগ্নিনির্বাপক দল। প্রাথমিক তদন্ত শেষে তারা জানায়, গাড়ির মালিক উইন্ডশীল্ডের হ্যান্ড স্যানিটাইজার রেখেছিলেন।
ড্যাশবোর্ডের পাশে থাকা হ্যান্ড স্যানিটাইজারের ছোট বোতলটির কারণেই আগুনটি লেগেছে বলে অনুমান করে দলটি। তারা ধারণা করছেন সূর্যরশ্মির প্রচণ্ড তাপে হ্যান্ড স্যানিটাইজারের বোতল থেকে আগুনের সুত্রপাত হয়।
ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, ওই গাড়ির মালিক যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছিল তাতে ৮০ শতাংশ এলকোহল ছিল। কিন্তু সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হলে হ্যান্ড স্যানিটাইজারে ৬০ শতাংশ অ্যালকোহলই যথেষ্ট।
অ্যালকোহল প্রচন্ড দাহ্য পদার্থ। আগুন বা তাপের সংস্পর্শে এলে এটি জ্বলে উঠে। একারণে রান্নাঘরে বা উত্তপ্ত কোন জায়গায় অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা উচিত নয় বলে জানান বিশেষজ্ঞরা।