প্রেমের প্রস্তাব: ‘হ্যাঁ’ বলার পরই পাহাড় থেকে ৬৫০ ফুট নিচে পড়ে গেলেন প্রেমিকা!
অস্ট্রিয়ার কারিন্থিয়া অঞ্চলে ২৭ বছর বয়সী প্রেমিক তার ৩২ বছরের প্রেয়সীকে প্রেমের প্রস্তাব দিতে গেলে, প্রস্তাবে রাজি হয়ে 'হ্যাঁ' বলার পরই ফলকার্ট পাহাড় থেকে পড়ে যান সেই প্রেমিকা; নিউজ ওয়াবসাইট বিল্ডের।
ঘটনাটি ঘটে ২৭ ডিসেম্বর। তবে আশ্চর্যের বিষয়, সেই সুউচ্চ খাদ থেকে পড়েও বেঁচে গেছেন ওই প্রেমিকা।
অপরদিকে, তার সঙ্গী, যিনি তাকে ধরে রাখার চেষ্টা করেছিলেন, তিনিও ৫০ ফুট নিচে পা পিছলে পড়ে খাদের একটি কিনারে আটকে ছিলেন। ভাগ্যক্রমে, উভয়কেই উদ্ধার করা হয়।
যুবকটি যেহেতু খাদের কোণায় আটকে ঝুলে ছিলেন, তাই হেলিকপ্টারের সাহায্যে তাকে উদ্ধার করা হয়। অন্যদিকে, যুবকের প্রেমিকাকে রাস্তায় পড়ে থাকা অবস্থায় একজন যাত্রী উদ্ধার করেন। পরে তাকেও হাসপাতালে নেওয়া হয়। লোকটির মেরুদণ্ডের একটি হাড়ে চিড় ধরা পড়েছে।
ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে একজন পুলিশ কর্মকর্তা বলেন, 'তারা দুজনই ভীষণ ভাগ্যবান। যদি তুষারপাত না হতো, তাহলে তাদের রক্ষা করা সত্যিই অনেক কঠিন হয়ে যেত।'
তবে বলে রাখা দরকার, এ রকম ঘটনা কিন্তু এই প্রথম নয়। গত সেপ্টেম্বরেও এমন একটি ঘটনা ঘটে। সেবার বিয়ের প্রস্তাব দিতে গিয়ে পানিতে পড়ে গিয়েছিলেন এক প্রেমিক।
- সূত্র: এনডিটিভি