বাংলাদেশি আলোকচিত্রীর তোলা কাবার ছবির ‘গোল্ডেন ড্রাগন অ্যাওয়ার্ড’ জয়
যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশী আলোকচিত্রী তানভীর হাসান রোহানের তোলা ওমরা হজের (Pilgrims performing the Tawaf) একটি ছবি 'ট্রাভেল' ক্যাটাগরিতে 'গোল্ডেন ড্রাগন অ্যাওয়ার্ড' লাভ করেছে।
এক ই-মেইল বার্তায় আয়োজক এশিয়ান ফটোগ্রাফারস ইউনিয়ন তা নিশ্চিত করেছে বলে জানিয়েছেন তানভীর।
জানা যায়, এশিয়া ফটোগ্রাফারস ইউনিয়ন প্রতি মাসে ফটো প্রতিযোগিতার আয়োজন করে। সেখানে অংশ নেন বিশ্বে বিভিন্ন প্রান্তের ফটোগ্রাফারেরা। প্রতি মাসে বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হয় গোল্ড মেডেল।
প্রতি মাসের গোল্ড মেডেলিস্টদের নিয়ে বছর শেষে আয়োজন করা হয় 'গোল্ডেন ড্রাগন অ্যাওয়ার্ড' প্রতিযোগিতায়। ২০২০ সালের গোল মেডেলিস্টদের নিয়ে মোট তিন ক্যাটাগরিতে ২০২১ সালের এই আয়োজনে 'গোল্ডেন ড্রাগন অ্যাওয়ার্ড ২০২১' জয়ী ১২ জনের একজন ঢাকায় জন্ম নেওয়া তানভীর। এছাড়া চীন, রাশিয়া , মালয়েশিয়াসহ কয়েকটি দেশের বাকি ১১ জন ফটোগ্রাফার এ অ্যাওয়ার্ড লাভ করেছেন।
২০১২ সালে ফটোগ্রাফি শুরু করেন তানভীর। ২০১৪ থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। ইতোমধ্যে পেয়েছেন বেশ কিছু পুরস্কার।