ব্যাংক লুটের টাকা বাতাসে উড়িয়ে বললেন ‘মেরি ক্রিসমাস’
যুক্তরাষ্ট্রের কলরাডো অঙ্গরাজ্যে একব্যক্তিকে ব্যাংকে ডাকাতির অভিযোগে আটক করেছে পুলিশ। তবে আটকের আগে তিনি ঘটান অদ্ভুত এক ঘটনা। ব্যাংক থেকে লুট করে আনা ওই টাকা বাতাসে ছুঁড়ে দিয়ে তিনি চিৎকার করে বলতে থাকেন ‘মেরি ক্রিসমাস’।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অদ্ভুতকাণ্ড ঘটানো ওই ব্যক্তির নাম ডেভিড ওয়েইন অলিভার। বড়দিনের মাত্র দু’দিন আগে কলরাডো স্প্রিংসয়ের অ্যাকাডেমি ব্যাংকে ডাকাতি করেছিলেন সাদা দাড়িওয়ালা শ্বেতাঙ্গ ওই ব্যক্তি।
এই ঘটনার প্রত্যক্ষদর্শী দিওন প্যাসকেল নামে এক ব্যক্তি স্থানীয় একটি টেলিভিশকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “সে ব্যাগ থেকে টাকা বের করেই ছুড়তে শুরু করে এবং ‘মেরি ক্রিসমাস’ বলে চিৎকার করতে থাকে”।
ওই গণমাধ্যমকে প্যাসকেল আরও বলেন, পথচারীরা কিছু টাকা কুঁড়িয়ে নিয়ে ব্যাংকটিতে জমা দেন। এরমধ্যে অলিভার হাঁটতে হাঁটতে স্টারবাকসের কফিশপে ঢুকে পড়েন এবং সম্ভবত গ্রেপ্তার হওয়ার জন্য পুলিশের অপেক্ষা করতে থাকেন।
পুলিশের বরাত দিয়ে কলরাডোর ডেনভার পোস্ট পত্রিকা জানিয়েছে, ডাকাতির সময় অলিভারের অস্ত্র ব্যবহারের কোন প্রমাণ না মিললেও ওই ব্যাংকের হাজার হাজার ডলারের হিসাব পাওয়া যায়নি।
অলিভারের জেল রেকর্ড থেকে দেখা যায়, তাকে বর্তমানে এল পাসো কাউন্টি জেলে রাখা হয়েছে। তবে তার পক্ষে এখনো কোনো আইনজীবী আছে কি-না তা জানা যায়নি।