ভারতে মোরগের আঘাতে মালিকের মৃত্যু
ভারতে অবৈধ মোরগ লড়াইয়ের জন্য পায়ে ছুরি বাঁধা এক মোরগের আঘাতে মারা গেছেন মোরগটির মালিক।
মোরগটি পালিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি ঝাঁপিয়ে পড়লে মোরগের পায়ে বাঁধা ছুরির আঘাত লাগে তার উরুসন্ধিতে। হাসপাতালে নেওয়ার পথেই ব্যাপক রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
তেলেঙ্গনার লুথুনুর গ্রামে মোরগ লড়াইয়ের আয়োজনের সাথে জড়িত ১৫ জনকে খুঁজছে পুলিশ। স্থানীয় একটি পোল্টি ফার্মে পাঠানর আগে পুলিশ স্টেশনে রাখা হয় মোরগটিকে। পুলিশ জানিয়েছে মোরগটি পালিয়ে যেতে চাইলেও জোর করে লড়াইয়ে অংশ নিতে বাধ্য করা হচ্ছিল। পলায়নরত মোরগটিকে ধরার জন্য ওই ব্যক্তি ঝাঁপিয়ে পড়লে ধস্তাধস্তির সময় মোরগটির পায়ে বাঁধা ৭ সেন্টিমিটার (৩ ইঞ্চি) ছুরির আঘাত লাগে।
জড়িতদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যা, অবৈধ বাজি ও মোরগ লড়াই আয়োজনের মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা বি জীবন জানিয়েছেন, আদালতে প্রমাণ হিসেবে মোরগটিকে হাজির করা হবে।
ভারতে ১৯৬০ সালে মোরগ লড়াই নিষিদ্ধ করা হয়। তবে তেলেঙ্গনাসহ ভারতে বিভিন্ন গ্রামাঞ্চলে বিশেষ করে সংক্রান্তির সময় মোরগ লড়াই এখনও বেশ প্রচলিত।
ভারতে এধরনের দুর্ঘটনা এবারই প্রথম নয়। গত বছর অন্ধপ্রদেশের এক ব্যক্তি কাঁধে মোরগের পায়ে সংযুক্ত ছুরির আঘাতে মারা যান।
- সূত্র: বিবিসি