‘চিল, ডোনাল্ড, চিল’: ট্রাম্পকে তার কথাতেই ব্যঙ্গ গ্রেটার
ঠাণ্ডা মাথায় দারুণ এক 'প্রতিশোধ' নিলেন সুইডিশ পরিবেশবাদী আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা ১১ মাস পর তাকেই ফিরিয়ে দিলেন ১৭ বছর বয়সী এই বিশ্বখ্যাত কিশোরী।
২০১৯ সালে গ্রেটার নাম টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্বের তালিকায় দেখে ব্যঙ্গ করেছিলেন ট্রাম্প। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিপক্ষের বিরুদ্ধে ভোট চুরির মনগড়া অভিযোগ করলে বৃহস্পতিবার তার কথা তাকেই ফিরিয়ে দেন গ্রেটা।
টুইটারে তিনি লিখেন, 'কী হাস্যকর! নিজের রাগ সামলানো নিয়ে কাজ করা উচিত ডোনাল্ডের। তারপর কোনো বন্ধুকে সঙ্গে নিয়ে পুরনো দিনের কোনো ভালো সিনেমা দেখতে যাওয়া উচিত! মাথা ঠাণ্ডা (চিল), ডোনাল্ড, মাথা ঠাণ্ডা!'
গ্রেটাকে হেয় করে ঠিক একই কথা গত বছরের ডিসেম্বরে টুইটারে লিখেছিলেন ট্রাম্প, 'কী হাস্যকর! নিজের রাগ সামলানো নিয়ে কাজ করা উচিত গ্রেটার। তারপর কোনো বন্ধুকে সঙ্গে নিয়ে পুরনো দিনের কোনো ভালো সিনেমা দেখতে যাওয়া উচিত! মাথা ঠাণ্ডা, গ্রেটা, মাথা ঠাণ্ডা!'
সুইডিশ কিশোরীর এমন 'প্রতিশোধমূলক' ব্যঙ্গ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
সূত্র: রয়টার্স