উবারে চড়ে ৬২ রুপির ভাড়া এল ৭.৬৬ কোটি রুপি!
ভারতের উত্তর প্রদেশের নয়ডা শহরে স্রেফ একবার উবারে চড়েই এক ব্যক্তি বিল এসেছে প্রায় সাড়ে ৭ কোটি রুপি।
টুইটারে (এক্স) ভাইরাল হওয়া এক পোস্টে দাবি করা হয়, শুক্রবার দীপক তেঙ্গুরিয়া নামে এক ব্যক্তি যে গন্তব্যের জন্য উবার অটো ভাড়া করেন, সেটির জন্য ভাড়া আসার কথা ছিল ৬২ রুপি। কিন্তু রাইড শেষে উবার অ্যাপে দেখা গেল তার বিল এসেছে ৭.৬৬ কোটি রুপি।
দীপকের বন্ধু আশিস মেহরা শুক্রবার এক্সে একটি ভিডিও ক্লিপ শেয়ার করার পর এ ঘটনা জানাজানি হয়। ভিডিওতে দেখা যায়, দীপকের আসা বিল নিয়ে কথা বলছেন দুই বন্ধু।
ভাইরাল হওয়া ওই ভিডিও ক্লিপে দেখা যায়, উবার অ্যাপে আসা বিলের পরিমাণ জানাচ্ছেন দীপক। আশিস তাকে জিজ্ঞেস করছেন, 'কত এসেছে তোমার বিল? দেখাও তো।' জবাবে দীপক বলছেন, '৭ কোটি ৬৬ লাখ ৮৩ হাজার ৭৬২ রুপি।'
ফোনের স্ক্রিন ক্যামেরার দিকে তুলে ধরতেই দেখা যায়, 'ট্রিপ ফেয়ার' হিসেবে দীপককে ১ কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ৬৪৭ রুপি চার্জ করা হয়েছে।
আর ওয়েটিং টাইমের জন্য ৫ কোটি ৯৯ লাখ ৯ হাজার ১৮৯ রুপি ও প্রমোশন কস্ট হিসেবে ৭৫ রুপি চার্জ করা হয়েছে।
ভিডিওতে দীপককে বলতে শোনা যায়, চালককে তার জন্য অপেক্ষা করতে হয়নি, তাই কোনো ওয়েটিং চার্জও যুক্ত হওয়ার কথা নয়।
ক্যামেরার পেছন থেকে জিজ্ঞেস করা হয়, বিলের সঙ্গে জিএসটি চার্জ যুক্ত করা হয়েছে কি না। দীপক জবাব দেন, কোনো জিএসটি চার্জ যুক্ত করা হয়নি।
এরপর দীপককে রসিকতা করে বলতে শোনা যায়, এর আগে তিনি জীবনে কখনও এতগুলো শূন্য একসঙ্গে দেখেননি।
আশিস বলেন, 'চন্দ্রযান বুক করলেও সেই রাইডে তোমার এত খরচ হতো না।'
ক্লিপটি শেয়ার করে আশিস লিখেছেন, 'সকাল সকাল উবার ইন্ডিয়া তেঙ্গুরিয়া দীপককে এতটাই ধনী বানিয়ে দিয়েছে যে সে উবার ফ্রাঞ্চাইজ নেওয়ার কথা ভাবছে। ভালো ব্যাপার হচ্ছে, ট্রিপটি এখনও ক্যান্সেল করা হয়নি। ৬২ রুপিতে অটো বুক করে এখনই হয়ে যান কোটিপতি ঋণগ্রহীতা।'
এ পোস্ট ভাইরাল হয়ে যাওয়ার পর উবার ইন্ডিয়া কাস্টমার সাপোর্ট-এর অফিশিয়াল এক্স পেজে ক্ষমা চেয়ে পোস্ট করে দাবি করা হয়, তারা বিষয়টি খতিয়ে দেখছে।