মডেল হয়ে উঠলেন ৬০ বছর বয়সী এই দিনমজুর!
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার ষাট বছর বয়সী দিনমজুর হয়ে উঠেছেন স্থানীয় একটি স্যুট ব্র্যান্ডের নতুন মডেল। এর সঙ্গে সঙ্গেই অনলাইন দুনিয়ায় ছড়িয়ে পড়েছে তার ছবি।
ষাট বছরের এই 'সুপার কুল' মডেলের নাম মাম্মিকা। কেরলের কোঝিকোড়ের বাসিন্দা তিনি। সেখানেই দিনমজুরের কাজ করতেন। প্রতিদিন শার্ট আর লুঙ্গি পরেই তিনি কাজে বের হতেন। পরিশ্রম যতোই হোক মাম্মিকার মুখে হাসি লেগে থাকত সবসময়। সেই হাসি আরও দীর্ঘ হল স্থানীয় ফটোগ্রাফার শারিক ভায়ালিলের অবদানে। শার্ট-লুঙ্গি পরে জীর্ণশীর্ণ হয়ে মাম্মিকা কাজে গেলেও তার সুপ্ত প্রতিভাকে চিনে ফেলেছিলেন শারিক।
শুধু একটু মেকওভারের প্রয়োজন ছিল। তা করতে খুব বেশি বেগ পেতে হয়নি। হেয়ার কাট, রুপসজ্জা আর দামি পোশাক পরিয়ে দিতেই তিনি হয়ে উঠলেন সুপার কুল মডেল। একদম পেশাদার মডেল হয়ে ক্যামেরার সামনে হাজির হলেন ৬০ বছরের 'ইয়াং ম্যান'।
মাম্মিকা মডেল হিসেবে প্রথম কাজ পেয়ে গেছেন ইতোমধ্যেই। স্থানীয় একটি স্যুট ব্র্যান্ডের হয়ে কাজ করেছেন তিনি। সেই ছবিও শারিক তুলেছেন। মাম্মিকার মডেল হয়ে ওঠার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছেন ফটোগ্রাফার। যা দেখে চমকে গেছেন নেটিজেনরা। বেশিরভাগ মানুষই তার নতুন রূপের প্রশংসা করেছেন।
ষাট বছর বয়সে এসেও যে নতুন করে জীবন শুরু করতে পারবেন, তা কখনও কল্পনাও করতে পারেননি মাম্মিকা। নিজের এই সাফল্যের জন্য ফটোগ্রাফার শারিকের প্রতি কৃতজ্ঞ তিনি। নতুন এই পেশায় খুশি মাম্মিকা। কিন্তু নিজের পুরনো পেশাও ছাড়তে চান না। দুটি কাজই সমানতালে করে যেতে চান তিনি।
- সূত্র: টিআরটি ওয়ার্ল্ড