প্রাইম মুভার শ্রমিকদের ধর্মঘট, চট্টগ্রাম বন্দরে কার্যক্রম ব্যাহত
বেতন বাড়ানোর দাবিতে বেসরকারি ডিপো থেকে চট্টগ্রাম বন্দরে কনটেইনার আনা নেওয়া বন্ধ রেখেছে প্রাইম মুভার ট্রেইলর শ্রমিকরা। ফলে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বুধবার সকাল থেকে তারা অনির্দিষ্টকালের এ ধর্মঘট পালন শুরু করে।
ইতোমধ্যে বেসরকারি ডিপোগুলোতে কন্টেইনার জট লেগেছে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপোস অ্যাসোসিয়েশনের (বিকডা) সচিব রুহুল আমিন।
তিনি বলেন, সাধারণত প্রতিদিন গড়ে ৪ থেকে সাড়ে ৪ হাজার কনটেইনার বন্দর থেকে ডিপোতে আনা-নেওয়া করা হয়। ধর্মঘটের কারণে কনটেইনার আনা-নেওয়া বন্ধ রয়েছে। বর্তমানে প্রায় ৬০ হাজার কনটেইনার ডিপোগুলোতে রয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানিয়েছেন, ধর্মঘটের কারণে রপ্তানিমুখী জাহাজের পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে।
প্রায় ৯০০ প্রাইম মুভার ট্রেইলর প্রতিদিন পণ্য আনা-নেওয়া করে।
চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিকী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, চালক-হেলপাররা গাড়ি চালাচ্ছে না। এতে করে কনটেইনার আনা-নেওয়া বন্ধ রয়েছে। তবে এটি শ্রমিকদের ধর্মঘট।
বিকডা সচিব রুহুল আমিন বলেন, শ্রমিকদের সঙ্গে গত সপ্তাহে বৈঠক হয়েছে। সেখানে তাদের নিয়োগপত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে শ্রমিকরা ৬ থেকে ১০ হাজার টাকা বেতন পায়। সঙ্গে প্রতি ট্রিপে আলাদা টাকা পায়। সবমিলিয়ে প্রত্যেক শ্রমিকের আয় ২৫ থেকে ৩০ টাকা। এরপরও তারা বেতন বাড়ানোর দাবিতে ধর্মঘট ডেকেছে।