বৈদ্যুতিক গাড়ি শিল্পে সম্ভাবনা
বিশ্বজুড়েই বৈদ্যুতিক গাড়ি বা 'গ্রিন কারে'র চাহিদা বাড়ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এই সংক্রান্ত শিল্পও। এর সঙ্গে তাল রেখেই বাংলাদেশেও বৈদ্যুতিক গাড়ি শিল্পের সুযোগ তৈরি হচ্ছে।
যদিও এ দেশে এখনও নতুন বনাম পুরনো পুনর্ব্যহারযোগ্য গাড়ি নিয়ে একটা দ্বন্দ্ব রয়েছে, তবু ভবিষ্যতের অটোমোবাইল শিল্প গড়ে উঠবে টেকসই, পরিবেশবান্ধব প্রযুক্তি নির্ভর। বুধবার এক সেমিনারে এমনটাই জানালেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) আয়োজিত 'কার মার্কেট ইন বাংলাদেশ: চ্যালেঞ্জেস অ্যান্ড প্রসপেক্টস' শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের শিল্প মন্ত্রণালয় থেকে যে 'অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালা ২০২০' প্রণয়ন করা হচ্ছে, তাতে সড়ক ও যানবাহন ব্যবস্থাপনাকে অন্তর্ভুক্ত করা বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ সড়কের ধারণক্ষমতার সঙ্গে গাড়ি চলাচলের বিষয়টি সম্পর্কযুক্ত।
সেমিনারে তিনি বলেন, 'বিশ্বের অন্যান্য দেশ পেট্রোল ও ডিজেল গাড়ির ব্যবহার কমিয়ে দিচ্ছে । এ রকম একটা পড়তি শিল্পের জন্য অবকাঠামো উন্নয়ন করাটা বিনিয়োগের অপচয় হবে।'
'প্রযুক্তি কারও জন্য অপেক্ষা করে না। আমরা যদি গাড়ি শিল্পের দিকে যেতে চাই, তাহলে আমাদের এখনই কাজে নেমে পড়া উচিত,' বলে জানান তিনি।