স্বাস্থ্য খাতে ব্যাংকের সিএসআর ব্যয় বেড়েছে ২০০ শতাংশ
করোনাভাইরাসের সংক্রমণে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে দেশের স্বাস্থ্য খাত। কোভিড-১৯ এর প্রভাব থেকে দেশের স্বাস্থ্যখাতের চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতে ব্যয় বেড়েছে দ্বিগুণেরও বেশি।
চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে দেশের ব্যাংকগুলো ৪৬১ কোটি ৪২ লাখ টাকা ব্যয় করেছে। যার মধ্যে স্বাস্থ্য খাতে ব্যয় হয়েছে ২৩৭ কোটি ৯৮ লাখ টাকা। ছয় মাসে গত বছরের (জুলাই-ডিসেম্বর) ছয় মাসের তুলনায় স্বাস্থ্য খাতে সিএসআর ব্যয় বেড়েছে ১৬০ কোটি টাকা, যা প্রায় ২০০ শতাংশের বেশি।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সিএসআর কার্যক্রমের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। প্রতি ছয় মাস পরপর কেন্দ্রীয় ব্যাংক এ প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্যখাতে সিএসআর ব্যয়ের পরিমাণ চলতি বছরের জানুয়ারি-জুনে গত বছরের ছয় মাসের তুলনায় দুই গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। সারাদেশে কোভিড রোগে আক্রান্ত মানুষের চিকিৎসা প্রদান, জনসাধারণের জন্য মাস্ক, স্যানিটাইজার, পিপিই, টেস্টিং কিট, অক্সিজেন সিলিন্ডার বিতরণ হয়েছে। একইসঙ্গে হাসপাতাল/ক্লিনিক নির্মাণে ব্যাংকগুলোর ব্যয় বাড়ায় স্বাস্থ্য খাতে সিএসআর বৃদ্ধি পেয়েছে।
কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রীয় ব্যাংক সিএসআর খাতে ব্যয় বাড়াতে একাধিকবার প্রজ্ঞাপন ইস্যু করেছে। গত বছরের জুনে এক প্রজ্ঞাপনে স্বাস্থ্য খাতে সিএসআর ব্যয় ৬০ শতাংশ ব্যবহার করতে নির্দেশ দেয়। চিকিৎসার উপকরণ ও সুরক্ষাসামগ্রী দিয়ে সহযোগিতা করার কথাও বলা হয়। পাশাপাশি স্বাস্থ্য খাতে নির্ধারিত ব্যয়ের যে সীমা রয়েছে, তা নিশ্চিত করতে বলা হয়। ফলে ব্যাংকগুলো স্বাস্থ্য খাতে মোট ব্যয়ের অর্ধেকটা বিতরণ করেছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে দেশের কোনো মানুষ যেন ভূমিহীন ও গৃহহীন না থাকে এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে কারণে ব্যাংকগুলো তাদের সিএসআরের অবকাঠামো উন্নয়নে ব্যয় বাড়িয়েছে। চলতি ছয় মাসে গত বছরের শেষ ছয় মাসের তুলনায় এটি ৭০০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
শিক্ষাখাতের ক্ষেত্রে দেখা যায়, চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকগুলো ২৩ কোটি ১৮ লাখ টাকা বিতরণ করেছে। যা গত বছরের শেষ ছয় মাসের তুলনায় প্রায় ৯০ শতাংশ কম।
আলোচ্য সময়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকায় ব্যাংকগুলো নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক- স্নাতকোত্তর শিক্ষার্থীদের বৃত্তির জন্য ব্যয় করেছে। তাছাড়া, বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান এবং শিক্ষাখাতের অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হয়েছে।
রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকসমূহ মোট সিএসআর ব্যয়ের ০.৬৮% শতাংশ বিতরণ করেছে। বিশেষায়িত ব্যাংকগুলো কোন ব্যয় করেনি। বাকি ৪২টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ৩৮টি ব্যাংক মোট ব্যয়ের ৯৮.৭৫% বিতরণ করেছে। এছাড়া বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যে বাংলাদেশ কমার্স ব্যাংক, কমিউনিটি ব্যাংক,পদ্মা ব্যাংক এবং সীমান্ত ব্যাংক এই ছয় মাসে কোন সিএসআর ব্যয় করেনি।
চলতি ছয় মাসে কিছু ব্যাংকে সিএসআর খাতে ব্যয় খুবই কম। ব্যাংকগুলো হলো- বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, কমিউনিটি ব্যাংক, পদ্মা ব্যাংক, সীমান্ত ব্যাংক, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং উরি ব্যাংক।
এদিকে, রাষ্ট্রায়ত্ত্ব সোনালী ব্যাংক চলতি বছরের ছয় মাসে খুবই কম সিএসআর ব্যয় করেছে। অপরদিকে বিদেশি ব্যাংকগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কিছুটা বিতরণ করেছে। তবে বিদেশি ডেভেলপমেন্ট ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ব্যাংক আল ফালাহ্ এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সিএসআর ব্যয়ের পরিমাণ খুবই কম।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আরো উঠে এসেছে, দেশের ৩৪টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ১৩টি আর্থিক প্রতিষ্ঠান জানুয়ারি-জুন এ ছয় মাসে সিএসআর খাতে ব্যয় করেছে মাত্র ৩ কোটি ১৩ লাখ টাকা।