১ ডিসেম্বর থেকে পুরোদমে স্বয়ংক্রিয় আন্তঃব্যাংক লেনদেন
দেশের আন্তঃব্যাংক মুদ্রা বাজারের লেনদেন সংক্রান্ত ব্যবস্থাপনা ও তদারকি সুসংহত করতে আগামী ১ ডিসেম্বর থেকে অটোমেটেড ট্রেডিং প্ল্যাটফর্ম 'ইলেক্ট্রনিক ডায়েলিং সিস্টেম ফর ইন্টারব্যাংক মানি মার্কেট (ইডিএস-মানি)' বাস্তবায়নের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ১ ডিসেম্বর থেকে বর্তমান ওভার দ্য কাউন্টার (ওটিসি) ব্যবস্থার পরিবর্তে ব্যাংক এবং নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলো (এনবিএফআইএস) ইডিএসমানি ব্যবহারের মাধ্যমে কল মানিসহ আন্তঃব্যাংক মানি মার্কেট পণ্য লেনদেনের অনুমতি পাবে।
চলতি বছরের ৩ মার্চ থেকেই ব্যাংক ও এনবিএফআইগুলো পরীক্ষামূলকভাবে ইডিএসমানি প্ল্যাটফর্ম ব্যবহার করছে।
আন্তঃব্যাংক মানি মার্কেট লেনদেন হলো; ব্যাংক এবং এনবিএফআইগুলোর তারল্য ব্যবস্থাপনায় বিশ্বব্যাপী স্বীকৃত একটি ব্যবস্থা।
কেন্দ্রীয় ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "রিয়েল-টাইম ওয়েব-ভিত্তিক হওয়ায় ইডিএস কঠোর নজরদারি এবং তত্ত্বাবধানকে গতিশীল করবে। বাজার নিয়ন্ত্রণের যেকোনো প্রচেষ্টায় স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থার ক্ষমতা বৃদ্ধি করবে।"
কর্মকর্তারা জানান, এর আগে কেন্দ্রীয় ব্যাংক রিয়েল-টাইম প্ল্যাটফর্মটিকে পুরোদমে চালু করতে একটি নির্দেশিকা ও রোডম্যাপ ঘোষণা করেছিল।