২০২০ সালে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ ১০.৮ শতাংশ কমেছে: আঙ্কটাড
২০২০ সালে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগের পরিমাণ ১০.৮ শতাংশ কমে প্রায় ২৬০ কোটি ডলারে নেমে এসেছে।
এসময় শুধু ভারত বাদে দক্ষিণ এশিয়ার অন্য সব দেশই নেতিবাচক বিদেশি বিনিয়োগ প্রবাহ (এফডিআই) লক্ষ্য করেছে বলে জানিয়েছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাড। সোমবার (২১ জুন) বিশ্ব সংস্থাটির সর্বশেষ বিশ্ব বিনিয়োগ রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।
দক্ষিণ এশিয়ার মধ্যে কেবল ভারতেই গেল বছর এফডিআই প্রবাহ ২৭ শতাংশ বেড়ে ৬৪ বিলিয়ন ডলারে উন্নীত হয়। ভারতের এই বৃদ্ধির কারণে এ অঞ্চলের সামষ্টিক বিদেশি বিনিয়োগ ২০.১ শতাংশ বেড়ে ৭১ বিলিয়ন ডলারে দাঁড়ায়।
সামষ্টিক হিসাব বাদ দিলে নেতিবাচক প্রবণতাই দেখেছে সমগ্র অঞ্চল। বাংলাদেশে টানা দ্বিতীয় বছরের ন্যায় এফডিআই কমে। এর আগে ২০১৯ সালে ২০.৪৭ শতাংশ কমেছিল এফডিআই।
২০২০ সালে এফডিআই ৬ শতাংশ কমেছে পাকিস্তানে। তবে আঙ্কটাডের বিনিয়োগ রিপোর্ট অনুসারে, দেশটির বিদ্যুৎ উৎপাদন ও টেলিকম খাতে অব্যাহত বিনিয়োগের কারণে এফডিআই- এর পরিমাণ আরও কমতে পারেনি।
সবচেয়ে বেশি এফডিআই কমেছে আফগানিস্তানে, যুদ্ধবিধস্ত দেশটিতে যা ৬৭ শতাংশ কমে ০.০০১৩ বিলিয়নে নেমে আসে।
এছাড়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানে যথাক্রমে; ৬৪, ৪৩, ৩২, ৭ শতাংশ হারে কমেছে।
২০১৯ সালের কোভিড-১৯ মহামারি পূর্ব সময়ের তুলনায় চলতি বছর বিশ্বব্যাপী এফডিআই প্রবাহ ২৫ শতাংশ কমার প্রাক্কালন করেছে আঙ্কটাড।