ইন্টারব্যাংকে ডলারের দাম বেড়ে ১০৬ টাকা ৯০ পয়সা
এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ডলার কেনাবেচায় অর্থাৎ ইন্টারব্যাংক লেনদেনে মঙ্গলবার ব্যাংকগুলোকে সর্বোচ্চ ১০৬ টাকা ৯০ পয়সা খরচ করতে হয়েছে।
সোমবার সর্বোচ্চ ১০৬ টাকা ১৫ পয়সায় ব্যাংকগুলো নিজেদের মধ্যে লেনদেন করেছিল। সে হিসাবে ইন্টারব্যাংক লেনদেনে ডলারের দাম একদিনের ব্যবধানে ৭৫ পয়সা বেড়ে গেছে।
কেন্দ্রীয় ব্যাংক ও বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) জানিয়েছে, মঙ্গলবার ব্যাংকগুলো নিজেদের মধ্যে ৩৫ মিলিয়ন ডলার কেনাবেচা করেছে।
সর্বনিম্ন ১০২ টাকা ৩৭ পয়সায় ডলার কিনেছে ব্যাংকগুলো। সোমবার সর্বনিম্ন এই দর ছিল ১০১ টাকা ৬৭ পয়সা। সে হিসাবে ডলারের সর্বনিম্ন দরও বেড়েছে ৬০ পয়সা।
সোমবার ব্যাংকগুলো নিজেদের মধ্যে ১৬ মিলিয়ন ডলার কেনাবেচা করেছিল।
গত রোববারও কেন্দ্রীয় ব্যাংক যে দামে ডলার বিক্রি করতো সেটিকেই ইন্টারব্যাংক এক্সচেঞ্জ রেট হিসেবে বিবেচনা করা হতো। কেন্দ্রীয় ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটেও সেটিকেই দেখানো হতো। কিন্তু সোমবার এই রেট ১ টাকা বাড়ানোর কারণে এখন কেন্দ্রীয় ব্যাংকের কাছে থেকে ডলার কিনতে ব্যাংকগুলোকে ৯৬ টাকা খরচ করতে হচ্ছে। তবে সেটিকে এখন আর ইন্টারব্যাংক রেট বলছে না কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংকগুলো নিজেদের মধ্যে যে রেটে ডলার কেনাবেচা করে, সে রেটটি বাফেদার কাছে থেকে পেয়ে ইন্টারব্যাংক এক্সচেঞ্জ রেট হিসেবে ওয়েবসাইটে আপলোড করছে বাংলাদেশ ব্যাংক।
এছাড়া কেন্দ্রীয় ব্যাংক এখনো সরকারি ইমপোর্ট এলসি সেটেলমেন্টে রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে। তবে কী রেটে বিক্রি হচ্ছে, সেটি এখন আর আগের মতো ওয়েবসাইটে দেওয়া হচ্ছে না।
বেশ কয়েকটি ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানের সঙ্গে কথা বলে জানা গেছে, ডলারের রেট নির্ধারণের নতুন পদ্ধতি কার্যকর হয়েছে তিনদিন হলো। তাই ব্যাংকগুলো খাপ খাইয়ে নিতে কিছুটা সময় নিচ্ছে। ছোট ছোট কিছু সমস্যা হচ্ছে, তবে কয়েকদিন গেলে তা ঠিক হয়ে যাবে।
বাফেদা ও এবিবির সভার সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংকগুলো এখন আগের ৫ দিনের ডলার কেনার দামের গড় করে তার সঙ্গে সর্বোচ্চ ১ টাকা মুনাফা যোগ করে এলসি সেটেলমেন্টে ডলার বিক্রির দাম ঠিক করছে।
বুধবার দেশের সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে ডলার কেনার সর্বোচ্চ গড় (১১০ টাকা ৫৫ পয়সা) ছিল সিটি ব্যাংকের।
দেশের ৫৬ ব্যাংকের ডলার কেনার গড় পর্যালোচনা করে দেখা গেছে, বেশিরভাগ ব্যাংকেরই ডলার কেনার গড় ৯৯ টাকা থেকে ১০৫ টাকার মধ্যে।
সব ব্যাংক মিলিয়ে ডলার কেনার গড় দাম দাঁড়িয়েছে ১০৩ টাকা ৩৬ পয়সা। মঙ্গলবার এই রেট ছিল ১০৩ টাকা ৩০ পয়সা। সে হিসাবে ব্যাংকগুলোর ডলার কেনার দাম বেড়েছে ৬ পয়সা।
ব্যাংকগুলো জানিয়েছে, এক্সপোর্ট প্রসিডের ক্ষেত্রে ডলারের বিপরীতে বাফেদা নির্ধারিত ৯৯ টাকা রেট পেয়েছেন এক্সপোর্টাররা। এছাড়া, রেমিট্যান্সের ক্ষেত্রে এক্সচেঞ্জ হাউজগুলোকে সর্বোচ্চ ১০৮ টাকা দেওয়া হয়েছে ডলারপ্রতি।
এর আগে হাউজগুলো রেমিট্যান্সের ডলার ব্যাংকগুলোর কাছে সর্বোচ্চ ১১৩-১১৪ টাকা রেটে বিক্রি করেছে। তখন গ্রাহকেরাও সর্বোচ্চ ১১০ টাকা পেয়েছে ডলারপ্রতি।
ব্যাংকগুলো নিজেরা ১০৮ টাকার বেশি দামে রেমিট্যান্স কিনবে না বলে সিদ্ধান্ত নেওয়ায় গ্রাহক পর্যায়েও ডলারের দাম কমিয়েছে এক্সচেঞ্জ হাউজগুলো। এদের মধ্যে মানিগ্রাম ১০৬ টাকা ৯২ পয়সা এবং ওয়েস্টার্ন ইউনিয়ন ১০৭ টাকা ৭৩ পয়সা করে রেমিট্যান্স সংগ্রহ করছে।
এছাড়া খোলাবাজারে বুধবার ডলারের দাম ছিল ১১৩ টাকা। মানি চেঞ্জারগুলো জানিয়েছে, তারা ডলার কিনেছে ১১২ টাকা ২০ পয়সা রেটে।