পাম তেল ও চিনির দাম কমাল সরকার
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) সুপারিশে আজ পাম তেলের দাম লিটারপ্রতি ১২ টাকা কমিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি লিটার পাম তেলের নতুন দাম হবে ১৩৩ টাকা।
নতুন এই দাম ২৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
দিকে প্যাকেটজাত ও খোলা চিনির দামও কেজিতে যথাক্রমে ৬ টাকা ও ৪ টাকা কমানো হয়েছে।
নতুন দাম অনুসারে, প্রতি কেজি প্যাকেটজাত চিনি ৮৯ টাকা এবং খোলা চিনি ৮৪ টাকায় বিক্রি হবে।
এর আগে বিশ্ববাজারে মূল্য পরিস্থিতি ও আমদানি ব্যয় বিবেচনায় নিয়ে পাম তেলের দাম লিটারপ্রতি ১৩৩ টাকা নির্ধারণের সুপারিশ করেছিল বিটিটিসি।
গত ৩০ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয় চাল, আটা, ময়দা, সয়াবিন তেল, পাম তেল, চিনি, মসুর ডাল, এমএস রড ও সিমেন্টের দাম বেঁধে দেওয়ার সিদ্ধান্তের ঘোষণা দেয়।
পাম তেল ও চিনি বিটিটিসির সুপারিশ করা মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছিল। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার খুচরা বাজারে পাম তেলের দাম লিটারপ্রতি ১৪৫ থেকে ১৫০ টাকা, চিনি ৯০ থেকে ৯৫ টাকা কেজি এবং সয়াবিন তেলের দাম ছিল ১৮৫ থেকে ১৯২ টাকা।