রাজস্ব আদায়ে চ্যালেঞ্জ আসতে পারে, আমরা প্রস্তুত: এনবিআর চেয়ারম্যান
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কারণে রাজস্ব আদায়ে চ্যালেঞ্জ আসতে পারে। তবে এসব প্রতিকূলতা মোকাবিলায় প্রস্তুত আছে এনবিআর।
তিনি বলেন, "চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য এনবিআর প্রস্তুত আছে। যত বড়ঝঞ্ঝা আসুক, প্রবৃদ্ধি হার ( রাজস্বের) ধরে রাখার চেষ্টা করব। বাধাগ্রস্ত হতে দেব না"।
আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আগামী ১০ ডিসেম্বর (মনিবার) জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ভ্যাট আদায় বাড়াতে এনবিআরের নেয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।
সম্প্রতি রাজত্ব ব্যবস্থা সংস্কার তথা কর অব্যাহতি কমিয়ে আনা নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেয়া বিভিন্ন সুপারিশের বিষয়ে এনবিআরের উদ্যোগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, "এটি যৌক্তিকীকরণ করা হচ্ছে, এবং তা ধারাবাহিক প্রক্রিয়া। রাতারাতি সব উইথড্র (প্রত্যাহার) করা যাবে না।"
এছাড়া তিনি বিদ্যমান সহায়তাকে কর ছাড় বলতেও নারাজ। তিনি বলেন, এটি শিল্প বাণিজ্যে কর সহায়তা বা পরিসি সাপোর্ট।