২০২৬ সালের মধ্যে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি করতে চায় জাপান
তিনি বলেন, প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে জাপান ও বাংলাদেশ আলোচনা করছে।
২০২৬ সালে এলডিসি থেকে গ্র্যাজুয়েশনের আগেই বাংলাদেশের সঙ্গে একটি অর্থনৈতিক অংশীদারিত্বমূলক চুক্তি স্বাক্ষর করতে চায় জাপান। বুধবার (৩ মে) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরিও।
তিনি বলেন, প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে জাপান ও বাংলাদেশ আলোচনা করছে।
এর পাশাপাশি, উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক এবং বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের ক্ষেত্রেও জাপানের নতুন পরিকল্পনার ওপর আলোকপাত করেন রাষ্ট্রদূত।