রেমিট্যান্স দ্রুত বিতরণ করুন: ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নির্দেশ
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দ্রুত গ্রাহকদের মধ্যে বিতরণের জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছেন।
বুধবার (১৬ আগস্ট) এক সভায় ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের এ নির্দেশ দেন তিনি।
সভায় গভর্নর বলেন, কিছু ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স আনতে গ্রাহকদের জন্য অপ্রয়োজনীয় নথি এবং ফর্ম-সি জমা দেওয়ার শর্ত আরোপ করছে কিছু ব্যাংকার।
এতে গ্রাহকদের বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী, প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে যেকোনো পরিমাণ অর্থ পাঠাতে পারবেন। তবে, প্রবাসীদের ২০ হাজার ডলার বা সমপরিমাণ অর্থ পাঠানোর জন্য ঘোষণা দিতে হবে। ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে পাঠানো অঘোষিত অর্থের সর্বাধিক পরিমাণ ছিল ১০ হাজার ডলার।
দেশে রেমিট্যান্সের প্রবাহ বাড়াতে এবং প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর সুবিধার্থে কেন্দ্রীয় ব্যাংক শর্তটি শিথিল করেছিল।
তবে কিছু ব্যাংকে গ্রাহকদের কাছে বিভিন্ন নথি চাওয়া হচ্ছে। যার ফলে এসব ব্যাংকে প্রক্রিয়াটি এখনো জটিল রয়ে গেছে।
তাই কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ব্যাংক প্রধানদের যথাসময়ে রেমিট্যান্স বিতরণ করতে নির্দেশ দিয়েছেন।
২০২০-২১ অর্থবছরে প্রবাসীরা দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন। তবে, ২০২১-২২ অর্থবছর রেমিট্যান্স ১৫ শতাংশ কমে ২১ দশমিক ০৩ বিলিয়ন হয়। গত ২০২২-২৩ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৬১ বিলিয়ন ডলার।