নতুন আয়কর আইনে কিছু ত্রুটি রয়েছে: এনবিআর চেয়ারম্যান
নতুন আয়কর আইনে কিছু ত্রুটি থাকলেও তা সংশোধনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম।
জাতীয় আয়কর দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, "একবারে সবকিছুর যত্ন নেওয়া যায় না। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছু ত্রুটি আছে এবং আমরা তা অনুভবও করছি। তা সংশোধনের চেষ্টা চলছে।"
কিছু জায়গায় ফাইন টিউনিং এর দরকার আছে উল্লেখ করলেও কোথায় কোথায় সমস্যা আছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
তিনি বলেন, "যারা কর দেন তারা মনে করেন, কর আদায়কারীরা তাদের শত্রু। তাদের উপর কর চাপিয়ে দেওয়া হয় অন্যায়ভাবে। করের আওতায় আসার পর তারা (করদতারা) মনে করেন, এই বুঝি জালে আটকে গেলাম, না জানি কী শুরু হয়। এটা আমাদের এড্রেস করতে হবে।"
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল অব বাংলাদেশ এ এম আমিন উদ্দিন।
হয়রানি না করে কর আদায় বাড়ানোর উপর গুরুত্ব দেন এটর্নি জেনারেল। তিনি বলেন, "ট্যাক্স আদায় করতে হবে হয়রানি না করে, তাতে আদায় বাড়ানো যাবে।"
"ট্যাক্স আদায় করতে মানুষের সাথে ভালোভাবে কথা বললে, মানুষ কনফিডেন্স পায়," বলেন তিনি।
এছাড়া রাজস্ব সংক্রান্ত মামলা নিষ্পত্তির ক্ষেত্রে এনবিআরের সংশ্লিষ্ট বিভাগ থেকে যথাযথ প্রস্তুতিসহ ডকুমেন্ট এটর্নি জেনারেল অফিসে পাঠানোর উপর গুরুত্ব দেন তিনি।
প্রসঙ্গত, গত বছর ট্যাক্স রিটার্ন জমা হয়েছিলো ৩৬ লাখের মত। এদিকে চলতি বছর ২৭ নভেম্বর পর্যন্ত এই সংখ্যা ১৯ লাখের কিছু বেশি।
এমন পরিস্থিতিতে এনবিআর ৩০ নভেম্বরের পর ইনডিভিজুয়াল ট্যাক্সপেয়ারদের বেলায় আরও দুই মাস সময় বাড়িয়েছে রিটার্ন জমা দেওয়ার জন্য।
সেমিনারে আরও বক্তব্য রাখেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস, এনবিআর সদস্য শামস উদ্দিন আহমেদ, মাসুদ সাদিক ও সৈয়দ আবু দাউদ।