ব্যাংক ও পুঁজিবাজার খুলেছে আজ
আজ মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে খুলেছে দেশের ব্যাংক ও পুঁজিবাজার।
সোমবার (৫ আগস্ট) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারি-বেসরকারি অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোও খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
তবে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ঝুঁকি বিবেচনা করে ব্যাংকগুলোকে শাখা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে। ব্যাংকগুলোও সে অনুযায়ী ব্যবস্থা নিয়ে আজ সকালে শাখা খুলেছে।
অন্যদিকে, খুলেছে দেশের পুঁজিবাজারও। শেখ হাসিনা সরকার পতনের পরের দিন আজ মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে।
এদিন সকাল ১০টা বেজে ১৫ মিনিটে অর্থাৎ, লেনদেন শুরুর মাত্র ১৫ মিনিটেই ডিএসইর প্রধান সূচক, 'ডিএসইএক্স' সূচক ২৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,৪৬৭ পয়েন্টে। ব্লু-চিপ সূচক ডিএস৩০ ৮৮ পয়েন্ট বেড়ে ১,৯৪৫ পয়েন্টে এবং শরিয়াহ-ভিত্তিক স্টকগুলোর সূচক ডিএসইএস ৪৪ পয়েন্ট বেড়ে ১,১৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতা ও হতাহতের ঘটনার পর সোমবার থেকে তিন দিনের (৫, ৬ ও ৭ আগস্ট) সাধারণ ছুটি ঘোষণা করে শেখ হাসিনা সরকার। এ ছুটির সময়ে দেশের সব ব্যাংক ও পুঁজিবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় আর্থিক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।