স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে ১৩%
আগামী ২০২২-২০২৩ অর্থবছরে স্বাস্থ্য খাতে সরকার বরাদ্দ রেখেছে ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা।
এর মধ্যে স্বাস্থ্য সেবা বিভাগে ২৯ হাজার ২৮২ কোটি টাকা ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগে ৭ হাজার ৫৮২ কোটি টাকা।
২০২১-২২ অর্থবছরে বরাদ্দ ছিল ৩২ হাজার ৭৩১ কোটি টাকা। অর্থাৎ স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে প্রায় ১৩%।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট মূল্যস্ফীতি থেকে দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে সুরক্ষিত রাখাকে অগ্রাধিকার দিয়ে ২০২২-২৩ অর্থবছরের জন্য জাতীয় সংসদে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এটি দেশের ৫১তম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদে চতুর্থ বাজেট।
২০২১-২২ অর্থবছরে বাজেট বরাদ্দ ছিল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। সেই তুলনায় ২০২২-২৩ নতুন বাজেটের আকার বাড়ছে ৭৪ হাজার ৩৮৩ কোটি টাকা।