অধিকৃত কাশ্মীর ও জুনাগড়কে অন্তর্ভুক্ত করে পাকিস্তানের মানচিত্র প্রকাশ করলেন ইমরান খান
সমগ্র কাশ্মীরকে অন্তর্ভুক্ত করে পাকিস্তানের নয়া রাজনৈতিক ম্যাপ প্রকাশ করলেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতের ৩৭০ ধারা অবলুপ্তির বর্ষপূর্তির প্রাক্কালে ইমরানের এ সিদ্ধান্তকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই মানচিত্রে ভারত অধিকৃত গুজরাটের জুনাগড়কেও জুড়েছে দেশটি।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) ক্যাবিনেট বৈঠকের পরেই সাংবাদিক সম্মেলনে ইমরান খান বলেন, এটি পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে ঐতিহাসিক দিন। এই প্রথমবার ভারত অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানের ম্যাপে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, পাকিস্তানের সব রাজনৈতিক দলের এতে সায় আছে। ভারতীয় সরকারের গতবছরের ৫ আগস্ট নেওয়া অবৈধ দখলদারি সিদ্ধান্তের বিরুদ্ধে এই ম্যাপ একটি প্রতিবাদ।
রাজনৈতিক ম্যাপ প্রকাশনা উপলক্ষে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ইমরান খান এসব কথা বলেন।
এসময় ইমরান জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার অধীনেই কেবল কাশ্মীর নিয়ে বিরোধের অবসান হতে পারে। জাতিসংঘ প্রস্তাবনায় কাশ্মীরি জনতাকে তারা কোন রাষ্ট্রে যোগ দিতে চায় সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল।
এদিকে পাকিস্তানী প্রধানমন্ত্রীর সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিও টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে অংশ নেন।
এসময় কুরেশি জানান, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের অনুমোদন লাভের পর অচিরেই নতুন মানচিত্রটি পাকিস্তানের আনুষ্ঠানিক মানচিত্রে পরিণত হবে। এবং স্কুল- কলেজের পাঠ্য বইয়ে এরপর থেকে তা অন্তর্ভুক্ত করা হবে।
নতুন ম্যাপ প্রকাশের উদ্যোগ নেওয়ায় কুরেশি- প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশংসা করেন।
সরকারিভাবে ভারত এখনও এই নিয়ে প্রতিক্রিয়া জানায়নি। কিন্তু ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এটিকে মানচিত্রের মাধ্যমে আকাশকুসুম স্বপ্ন দেখা বলে বর্ণনা করা হয়েছে।