অস্ট্রিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ৩
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার বিভিন্ন জায়গায় বন্দুকধারী সন্ত্রাসী হামলায় তিনজন নিহত হয়েছেন তিনজন।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ভয়াবহ এই হামলায় একজন পুলিশ অফিসার সহ আহত হয়েছেন আরও ১৫ জন।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে বন্দুকধারীরা মধ্য ভিয়েনার অন্তত ছয়টি জায়গায় হামলা চালিয়েছে। ইহুদিদের উপাসনালয় কেন্দ্রীয় সিনাগগের সামনেও হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলেই একজন মারা যান, আহত অবস্থায় হাসপাতালে মারা যান আরও দু'জন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশের গুলিতে বন্দুকধারীদের একজন নিহত হয়েছে।
এ ঘটনাকে 'ঘৃণ্য সন্ত্রাসী হামলা' হিসেবে অভিহিত করেছেন দেশটির চ্যান্সেলর সেবাস্তিয়ান কার্জ। পুলিশ হামলাকারীদের খোঁজার জন্য অভিযান শুরু করেছে বলে এক টুইটার বার্তায় তিনি জানান।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহ্যামার জানান, অবস্থাদৃষ্ট দেখে এ ঘটনাকে জঙ্গী হামলা বলেই মনে হচ্ছে।
দেশটিতে করোনাভাইরাস মহামারির সংক্রমণ রোধে নতুন বিধি-নিষেধ কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগেই এ হামলার ঘটনা ঘটে। সেসময় রাজধানীর বিভিন্ন রাস্তায় লোকসমাগম ছিল।
হামলার ঘটনায় মোট কতজন সন্ত্রাসী জড়িত ছিল তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে অন্তত আরও একজন বন্দুকধারী এ হামলার ঘটনায় জড়িত ছিল। একাধিক বন্দুকধারী হামলার ঘটনায় জড়িত ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
এ ঘটনার পর বড় ধরণের সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে পুলিশ, বিভিন্ন রাস্তায় তল্লাশি শুরু হয়েছে। জনগণকে রাস্তায় চলাচল ও গণপরিবহণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ভিয়েনা প্রশাসন। অস্ট্রিয়া ও পার্শ্ববর্তী দেশ চেক প্রজাতন্ত্রের সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্তে তল্লাশিও শুরু করেছে শুরু করেছে দেশ দুটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।