অ্যামাজন নির্বাহী বেজোসকে ছাড়িয়ে বিশ্বসেরা ধনী এখন ইলন মাস্ক
বৃহস্পতিবারের দর বৃদ্ধিসহ পুঁজিবাজারে তার মালিকানাধীন সব শেয়ারের মূল্য এখন ১৮৮.৫ বিলিয়ন ডলার। যা বেজোসের চাইতে দেড়শ' ডলার কোটি বেশি।
গেল বছর টেসলা ইঙ্কের মুখ্য নির্বাহী ইলন মাস্ক উঠে আসেন বিশ্বসেরা দশ ধনীর তালিকায়। তারপর থেমে ছিল না তার উত্থান। তাই বলে জেফ বেজোসকে অতিক্রম! নতুন বছরে সেই চমকটাই দিলেন টেসলা নির্বাহী।
এজন্য দায়ী পুঁজিবাজারের সেই ভাগ্যের খেলা। বিনিয়োগকারীদের নতুন আস্থা নিয়ে তিনিই এখন বিত্তের প্রাচুর্যে জগৎ সেরা বলে আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) জানিয়েছে ব্লুমবার্গ নিউজ।
আজকের দিনসহ পুঁজিবাজারে তার আওতাধীন শেয়ারের দর বাড়ায় মাস্ক এখন ১৮ হাজার ৮৫০ কোটি ডলারের বেশি বিত্তের মালিক। অবশ্য, তা বেজোসের চেয়ে মাত্র দেড়শ' কোটি ডলার বেশি।