আগামী কয়েক মাসের মধ্যেই আসবে জার্মান ভ্যাকসিন
অচিরেই বাজারে জার্মান বিজ্ঞানীদের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিন সহজলভ্য হবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন জার্মান স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্পাহন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) জার্মান সম্প্রচার মাধ্যম জেডিএফকে তিনি জানান, ''আগামী কয়েক মাসের মধ্যেই ভ্যাকসিন আসার ব্যাপারে আমি আশাবাদি। আর নাহলে আগামী বছর ভ্যাকসিন আসা প্রায় নিশ্চিত।'' এসময় অবশ্য তিনি ঠিক কোন মাসে ভ্যাকসিন আসতে পারে- তা নির্দিষ্ট করে উল্লেখ করেননি।
''একটা বিষয় নিশ্চিত করে বলতে পারি, তা হচ্ছে; সকলের সহযোগিতায় জার্মানির ভ্যাকসিন উদ্ভাবনের প্রক্রিয়া দ্রুতগতিতে এগোচ্ছে। বিজ্ঞানী, বিশেষজ্ঞ এবং সরকারি কর্মকর্তা; আমরা সকলে এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি। মানব ইতিহাসের অন্য যেকোনো ভ্যাকসিন আনতে যতটুকু সময় লেগেছে, এবার কোভিড বিরোধী প্রতিষেধক আনতে- তার চাইতে অনেক কম সময় লাগবে'' বলেন স্পাহন।
এদিকে জার্মান মন্ত্রীর বক্তব্যের পূর্বেই- চলতি বছরের শরৎকাল নাগাদ বাজারে ভ্যাকসিন ছাড়ার একটি সংবাদ নাকচ করে দেয় জার্মানির জনস্বাস্থ্য বিষয়ক সংস্থা- রবার্ট কোক ইনস্টিটিউড (আরকেআই)। ইতিপূর্বে সংস্থাটি এক প্রতিবেদনে এ সময়ের কথা প্রকাশ করেছিল, যা পরবর্তীতে তারা প্রত্যাহার করে নেয়।
এসময় আরকেআই- এর পক্ষ থেকে বলা হয়, প্রতিবেদনটি যথাযথ নয় এবং তা অসম্পূর্ণ অবস্থায় ভুল করে প্রকাশিত হয়েছে। খবর ডয়েচে ভেলের।
এর আগে আবার জার্মান শিক্ষামন্ত্রী আঞ্জা কার্লিকজেক জানান, আগামী বছরের মাঝামাঝি সময়ের আগে ভ্যাকসিন বাজারে আসার কোন সম্ভাবনা তিনি দেখছেন না।
এঅবস্থায় ভ্যাকসিন কবে আসবে, তা নিয়ে জনমনে সৃষ্ট সন্দেহ দূর করতেই নিজের বক্তব্য দেন জার্মান স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্পাহন।
সংক্ষিপ্ত প্রক্রিয়ায় প্রস্তুতকৃত এবং বিশ্বের প্রথম সরকারি অনুমোদন লাভকারী; রাশিয়ার তৈরি স্পুতনিক-ভি ভ্যাকসিনের ব্যাপারেও এসময় নিজের সন্দেহের কথা তুলে ধরেন তিনি।
স্পাহন সতর্ক করে বলেন, ব্যাপক আকারে গবেষণা এবং পরীক্ষামূলক প্রয়োগের পদ্ধতি অনুসরণ না করায় রাশিয়ার তৈরি প্রতিষেধকের ব্যাপারে কোন তথ্য জানা যায়নি। তাই এটি কতটা সুরক্ষিত তা নিয়ে সন্দেহ আছে।