এফবিআই সার্ভার থেকে হাজার হাজার ‘ভুয়া’ ই-মেইল
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তাদের একটি অভ্যন্তরীণ সার্ভার থেকে হাজার হাজার ভুয়া ই-মেইল পাঠানোর ঘটনায় তদন্ত শুরু করেছে।
শনিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনার বিষয়ে এক বিবৃতিতে এফবিআই বলেছে, "এটি একটি চলমান পরিস্থিতি, তাই এই মুহূর্তে আমরা এরচেয়ে বেশি কোনো তথ্য দিতে পারছি না।"
ধারণা করা হচ্ছে, ই-মেইলগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে এসেছে।
ই-মেইল বার্তাগুলোর মাধ্যমে একটি সম্ভাব্য সাইবার হামলার ব্যাপারে সতর্ক করা হচ্ছে বলে দাবি করা হয়েছে। ই-মেইলগুলোর শিরোনামে লেখা ছিল, 'আর্জেন্ট: থ্রেট অ্যাকটর ইন সিস্টেমস'।
অলাভজনক সংস্থা স্প্যামহাউস বলছে, ই-মেইলগুলোতে প্রাপকদের উদ্দেশ্যে বলা হয়েছে, তারা একটি 'স্পর্শকাতর ধারাবাহিক হামলার' লক্ষ্য হতে যাচ্ছেন এবং এসব হামলা চালাবে 'ডার্ক ওভারলর্ড' নামে একটি চাঁদাবাজ গোষ্ঠী।
স্প্যামহাউসের একটি টুইট বার্তায় বলা হয়, "তারা অনেক বিঘ্ন ঘটাচ্ছে, কারণ এই হুমকি বাস্তব। মেইলগুলো সত্যি সত্যিই এফবিআই অবকাঠামোর ভেতর থেকে আসছে"।
তবে এই ই-মেইলগুলো কে বা কারা পাঠিয়েছে, প্রেরকের নাম বা যোগাযোগের কোনো তথ্য সেখানে পাওয়া যায়নি।
মার্কিন গণমাধ্যমের তথ্য অনুসারে, শনিবারে শুরু হওয়া এই স্প্যাম হামলায় এক লাখেরও বেশি ই-মেইল পাঠানো হয়েছে।
বিবৃতিতে এফবিআই আরও বলেছে, @ic.fbi.gov অ্যাকাউন্ট থেকে পাঠানো সকালের ভুয়া ই-মেইল সম্পর্কে তারা অবগত এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সংস্থাটি আরও জানিয়েছে, সমস্যা শনাক্ত হওয়ার পর ত্রুটিপূর্ণ হার্ডওয়্যারটি দ্রুত অফলাইন করে দেওয়া হয়েছে। সেইসঙ্গে জনসাধারণকে 'অজানা প্রেরকদের থেকে সতর্ক' হতে ও সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে সরকারকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এটি এখনো স্পষ্ট নয় যে কাজটি আদৌ হ্যাকাররা করেছে, নাকি এমন কোন ব্যক্তি করেছে যার কাছে এফবিআই-এর সার্ভারে প্রবেশাধিকার রয়েছে।
সূত্র: বিবিসি