এবারের জি-৭ শীর্ষ সম্মেলন স্থগিত
স্থগিত হয়ে গেল আন্তর্জাতিক অর্থনৈতিক সংগঠন জি-৭ এর এবারের শীর্ষ সম্মেলন। করোনাভাইরাস বা কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে সম্মেলনটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জুনের দ্বিতীয় সপ্তাহে ঐতিহাসিক ক্যাম্প ডেভিডে হওয়ার কথা ছিল এ সম্মেলন।
প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, মহামারির কারণে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ভাবতেই পারছেন না বিশ্বনেতারা। তাদের ব্যক্তি পর্যায়ে আমন্ত্রণ জানিয়েও সাড়া পাননি। শেষ পর্যন্ত সম্মেলন স্থগিত করা হয়েছে।
বিবিসির এক প্রতিবেদন থেকে এই খবর জানা যায়।
এয়ারফোর্স ওয়ানে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে ওয়াশিংটনে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। জি-৭ এর বর্তমান ফরম্যাটকে 'খুবই সেকেলে' মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেছেন, আমি এটা স্থগিত করছি কারণ আমি মনে করি না বিশ্বে যা হচ্ছে তার প্রতিনিধিত্ব ঠিকভাবে করছে জি-৭।
জি-৭ গ্রুপের সদস্য সংখ্যা যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও ইউরোপিয়ান ইউনিয়ন। এর আগে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল জি-৭ শীর্ষ সম্মেলনে সশরীরে উপস্থিত থেকে ট্রাম্পের আমন্ত্রণ ফিরিয়ে দেন।