ওজন কমাতে ডায়াবেটিসের ঔষধের অনুমোদন দিল এফডিএ
সম্প্রতি ওজন কমানোর একটি ঔষধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন (এফডিএ)। বেশ কয়েক বছর পর এই প্রথম এমন চিকিৎসার অনুমোদন দিল নিয়ন্ত্রক সংস্থাটি, স্থূলতার চিকিৎসার ক্ষেত্রে 'গেম চেঞ্জার' হিসেবে দেখা হচ্ছে নতুন এই ঔষধটিকে।
ড্যানিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি নভো নরডিস্কের উৎপাদিত এই ঔষধটির নাম 'ওয়েগোভি'। ২০১৪ সালের পর এই প্রথম ওজন কমানোর চিকিৎসার জন্য নতুন কোনো ঔষধের অনুমোদন দিল এফডিএ। তবে ওয়েগোভি সম্পূর্ণ নতুন কোনো ঔষধ নয়।
সেমাগ্লুটাইড নামে পরিচিত এই একই ঔষধ যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশে টাইপ-২ ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত হয়। খুব সম্প্রতিই প্রমাণ মিলেছে, ভিন্ন ডোজে সেবন করলে ঔষধটি ক্ষুধা নিবারণে কাজ করতে পারে।
এ বছরের শুরুর দিকে এ সংক্রান্ত গবেষণাটি প্রকাশিত হয়। গবেষণাটিতে ১৬টি দেশের প্রায় দুই হাজার স্থূলকায় পূর্ণবয়স্ক ব্যক্তি অংশ নেন। গবেষণার ফলাফলে দেখা গেছে, ঔষধটির দীর্ঘ মেয়াদি চিকিৎসায় অংশগ্রহণকারী দলের সদস্যদের গড়ে ১৫ শতাংশ ওজন কমে এসেছে।
অনেকের এরচেয়েও বেশি ওজন কমেছে। অংশগ্রহণকারীদের ৩০ শতাংশের বেশি মানুষের নিজ শরীরের অতিরিক্ত ওজনের সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ওজন কমিয়ে আনার ঘটনাকে যুগান্তকারী হিসেবেই দেখছেন গবেষকরা।
"কোনো ঔষধের চিকিৎসায় এর আগে এতো পরিমাণে ওজন কমে আসার ব্যাপার দেখা যায়নি। এটি আসলেই গেম চেঞ্জার," ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষক র্যাচেল ব্যাটারহ্যাম বলেছিলেন সেসময়।
"যা শুধুমাত্র অস্ত্রোপচারের মাধ্যমেই সম্ভব ছিল, প্রথমবারের মতো রোগীরা ঔষধ সেবন করেই সে ফল পেতে যাচ্ছেন,"
গবেষণাটি দ্রুতই এফডিএ'র নজরেও আসে। গত শুক্রবার সংস্থাটি এক ঘোষণায় জানায়, প্রাপ্ত বয়স্ক যাদের স্থূলতা ও অতিরিক্ত ওজনের সমস্যা আছে, এবং যাদের অন্তত একটি ওজন সংক্রান্ত শারীরিক জটিলতা আছে (উচ্চ রক্তচাপ, টাইপ-২ ডায়াবেটিস, হাই কোলেস্টেরল ইত্যাদি) তাদের চিকিৎসায় ওয়েগোভি (সেমাগ্লুটাইড) ব্যবহারের অনুমোদন দেওয়া হলো।
ঔষধটি ইঞ্জেকশন হিসেবে দেওয়া হবে, ঔষধটিতে থাকা ইনক্রেটিন হরমোন জিএলপি-১ (গ্লুকাগন-লাইক পেপটাইড-১) ক্ষুধা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
৪,৫০০ রোগীর অংশগ্রহণে ৬৮ সপ্তাহ ধরে চলমান আলাদা ডাবল-ব্লাইন্ড, প্লাসিবো কন্ট্রোলড ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল দেখে এ এটি অনুমোদনের সিদ্ধান্ত নেয় এফডিএ।
তবে বমি বমি ভাব, ডায়রিয়া, বমি হওয়া, কৌষ্ঠকাঠিন্যের উপসর্গ ও পেট ব্যথার মতো কিছু পার্শ্বপ্রতিক্রিয়ার কথা জানিয়েছেন গবেষণায় অংশগ্রহণকারী অনেকে।
গবেষণাটির তত্ত্বাবধানের দায়িত্বে থাকা নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিশেষজ্ঞ রবার্ট কুশনার বলেছিলেন, "আমরা প্রথমবারের মতো ওজন কমানোর ক্ষেত্রে কোনও ঔষধ ব্যবহার করেই এমন অভূতপূর্ব ফলাফল পেয়েছি। অস্ত্রোপচার ছাড়াই সপ্তাহে একবার ঔষধটি ব্যবহারে বিস্ময়কর ফলাফল পেতে পারেন স্থূলতায় ভোগা রোগীরা,"
ওজন কমানোর চিকিৎসায় ঔষধটি বেশ আশার বার্তা দিলেও, আছে চিরায়ত এক প্রতিবন্ধকতাও। নোভো নরডিস্ক এখনো ঔষধটির মূল্য সম্পর্কে নিশ্চিতভাবে কিছু না জানালেও, ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রে ইন্সুরেন্সবিহীন ব্যক্তির প্রতি মাসে ঔষধ বাবদ খরচ পড়বে ১৩০০ ডলারের কাছাকাছি।
ফলে, অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও ঔষধটি ব্যবহার করতে পারবেন না, দাম কমে আসা পর্যন্ত তাদের নিজেদেরই চেষ্টা চালিয়ে যেতে হবে এমন আশঙ্কা রয়েছে।
- সূত্র: সায়েন্স এলার্ট