ওমিক্রনের প্রভাব: ১৫ ডিসেম্বর আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে না ভারত
ভারতে আন্তর্জাতিক বাণিজ্যিক বিমান ফ্লাইট চালু হওয়ার কথা ছিল ১৫ ডিসেম্বর থেকে। কিন্তু নতুন কোভিড ভেরিয়েন্ট ওমিক্রনের প্রভাবে সেই ফ্লাইট ১৫ ডিসেম্বর থেকে চালু হচ্ছে না। খবর এনডিটিভির।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের ফ্লাইট স্বাভাবিকভাবে ভারতে চলাচল করবে। আর যেসব দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে, সেসব দেশের যাত্রীদের ৪৮ ঘণ্টা আগে কোভিড নেগেটিভ সার্টিফিকেট আনতে হবে এবং তাদেরকে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখা হবে।
ওমিক্রন নিয়ে উদ্বেগের জেরে ভারতের কেন্দ্রীয় সরকার আপাতত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ১ ডিসেম্বর এক নোটে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) বলেছে, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সব অংশীদারের সঙ্গে পরামর্শ সাপেক্ষে বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এ অবস্থায় বাণিজ্যিকভাবে আন্তর্জাতিক যাত্রী পরিষেবাগুলো আবার চালুর তারিখ পরবর্তীতে উপযুক্ত সময়ে জানিয়ে দেওয়া হবে।
তবে বাংলাদেশসহ যে ৩১টি দেশের সঙ্গে 'এয়ার বাবল' চুক্তি রয়েছে, সেসব দেশের সঙ্গে যথারীতি সীমিতসংখ্যক ফ্লাইট চলাচল চালু থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ডিজিসিএ।
বিভিন্ন দেশে ওমিক্রন শনাক্ত হওয়ার জেরে গত সপ্তাহে বেশ কয়েকটি দেশকে 'ঝুঁকিপূর্ণ' হিসেবে চিহ্নিত করে ভ্রমণে কঠোর বিধিনিষেধ আরোপ করে ভারত। সেই 'ঝুঁকিপূর্ণ' তালিকায় প্রাথমিকভাবে ছিল বাংলাদেশের নামও। তবে এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হলে বাংলাদেশকে 'ঝুঁকিপূর্ণ' তালিকা থেকে বাদ দেয় দেশটি।
বতর্মানে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৈরি 'বিপজ্জনক' দেশগুলোর তালিকায় রয়েছে ইংল্যান্ডসহ গোটা ইউরোপ, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বতসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, হংকং ও ইজরায়েল। এই দেশগুলো থেকে ভারতে প্রবেশ করতে হলে যাত্রীকে কোভিড পরীক্ষা করাতে হবে।
ওমিক্রন নিয়ে উদ্বেগের জেরে ইতিমধ্যে নানা বিধিনিষেধ চালু করছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতে আগত বিমানযাত্রীদের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে আরটিপিসিআর পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।