করোনা বাড়ার মুখে নতুন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইউরোপজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে
ইউরোপে ক্রমবর্ধমান কোভিড-১৯ সংক্রমণের মুখে নতুন লকডাউন জারি করেছে নেদারল্যান্ডস সরকার। কিন্তু দেশটির সাধারণ জনতা আবারও একটি নতুন বিধিনিষেধ মানতে নারাজ; লকডাউনের বিরুদ্ধে দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু করেছেন তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রটার্ডামে গুলি চালায় পুলিশ; ফলে বিক্ষোভ পরিণত হয় সহিংসতায়। এদিকে, গুলি চালানোর প্রতিবাদে হেগ শহরে বিক্ষোভকারীরা পুলিশের ওপর আতশবাজি নিক্ষেপ করে ও সাইকেলে আগুন ধরিয়ে দেয়।
অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া ও ইতালিতেও মহামারির নতুন নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসে হাজার হাজার বিক্ষোভকারী।
এদিকে, পুরো ইউরোপজুড়ে ক্রমবর্ধমান করোনা সংক্রমণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) 'গভীর উদ্বেগ' প্রকাশ করেছে।
সংস্থাটির আঞ্চলিক পরিচালক ড. হ্যান্স ক্লুজ বিবিসিকে বলেন, "করোনা সংক্রমণ আবারও ইউরোপজুড়ে মৃত্যুর এক নম্বর কারণ হয়ে দাঁড়িয়েছে। এখনই কঠোর ব্যবস্থা না নিলে, আগামী বসন্তের মধ্যেই আরও অর্ধ মিলিয়ন মৃত্যুর রেকর্ড গড়তে পারে এই মহাদেশ।"
ইউরোপে বেশ কয়েকটি দেশে সম্প্রতি করোনা সংক্রমণের উচ্চ হার দেখা গেছে। ক্রমবর্ধমান এই সংক্রমণ মোকাবেলায় অনেক দেশের সরকারই জারি করেছে নতুন বিধিনিষেধ।
বিক্ষোভ ও অস্থিরতা
শনিবার রাতে নেদারল্যান্ডের কয়েকটি শহরে দ্বিতীয়বারের মতো দাঙ্গা শুরু হয়।
পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে, তারা হেগের রাস্তায় সাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে জরুরি অবস্থা জারি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা; বিক্ষোভ থেকে গ্রেপ্তার করা হয়েছে অন্তত ৭ জনকে।
পুলিশের অভিযোগ, রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের জানালা দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ঢিল ছুড়ে মারে বিক্ষোভকারীরা। এতে আহত হয়েছেন ৫ জন পুলিশ সদস্য।
বার্তাসংস্থা রয়টার্সকে পুলিশের একজন মুখপাত্র বলেছেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও আত্মরক্ষায় পুলিশ গুলি চালিয়েছে।"
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ৩ জন বিক্ষোভকারী গুলিবিদ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলেও জানা গেছে।
কোভিড-১৯ সংক্রমণের কবলে অস্ট্রিয়াতেও ২০ দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। সোমবার থেকে শুরু হবে দেশব্যাপী এই লকডাউন। তবে নতুন এই বিধিনিষেধে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ জনতা। ক্রোয়েশিয়ায় সরকারি কর্মচারীদের জন্য করোনা টিকা বাধ্যতামূলক করায় বিক্ষোভ মিছিল হয়েছে দেশটির রাজধানী জাগরেবে। একই ধরনের বিক্ষোভ-প্রতিবাদ দেখা গেছে ইউরোপের আরেক দেশ ইটালিতেও।
সূত্র: বিবিসি