দাদার গুলিবিদ্ধ লাশের ওপর বসা অবুঝ শিশু: ক্ষুব্ধ কাশ্মীর
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সপোরে শহরে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে থাকা দাদার মৃতদেহের ওপর তিন বছর বয়সী অবুঝ নাতির বসে থাকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমন নির্মম নিয়তির চিত্র দেখে ফুঁসে উঠেছে মুসলিম সংখ্যা গরিষ্ঠ ওই অঞ্চলের মানুষ। বন্দুকযুদ্ধে নিহত ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যুর জন্য নিরাপত্তা বাহিনীকে দায়ী করেছে তার পরিবার।
নিহত বশির আহমাদ খানের ভাই নাজির আহমাদ বলেন, 'আমার ভাই কোনো সশস্ত্র যোদ্ধা ছিলেন না। তার কাছে কোনো অস্ত্রও ছিল না। তাহলে কেন তাকে মারা হলো?'
আল জাজিরাকে তিনি আরও বলেন, 'প্রয়োজনে আমি উর্ধ্বতন যেকোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে এ দাবির পক্ষে কথা বলতে রাজি।'
পরিবারের অভিযোগ যথারীতি উড়িয়ে দিয়ে পুলিশ বলেছে, বিদ্রোহী ও নিরাপত্তা বাহিনীর মধ্যকার এক বন্দুকযুদ্ধে পড়ে গিয়েছিল বশিরের গাড়িটি। সেখানেই তিনি বেঘোরে প্রাণ হারান।
কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার বলেছেন, বুধবার সপোরে শহরের উত্তরাঞ্চলের একটি মসজিদ থেকে বিদ্রোহীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে ওই বন্দুকযুদ্ধের সূত্রপাত হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত ও তিন সদস্য আহত হওয়ারও দাবি করেন বিজয় কুমার।
এদিকে পুলিশের দাবী বারবার প্রত্যাখ্যান করেছে নিহতের পরিবার। তার ছেলে সুহাইল আহমাদ বলেন, 'বাবা সড়ক দুর্ঘটনায় পড়েছেন, আমরা প্রথমে ফোনে এমন খবর পেয়েছি। যখন সপোরে গিয়ে পৌঁছলাম, আমাদের বলা হলো, তিনি ক্রসফায়ারে পড়ে মারা গেছেন। যদি ক্রসফায়ারই হতো, তাহলে তার লাশ তো গাড়ির ভেতরেই থাকত; অথচ সেটি রাস্তায় পড়ে ছিল।'
নিহতের ভাতিজা আইজাজ আহমাদ কুদসি গণমাধ্যমে জানান, তার চাচার গাড়িটির এতটুকুও ক্ষতি হয়নি, এমনকি তাতে একটা আঁচড় লাগেনি! কুদসির দাবি, তার চাচাকে গাড়ি থেকে নামিয়ে ঠাণ্ডা মাথায় গুলি করে মেরেছে সশস্ত্র বাহিনীর সদস্যরা।
আর নিহতের মৃতদেহের ওপর তার শিশু নাতিকে বসিয়ে ছবি তুলতে বাধ্য করার অভিযোগেও নিরাপত্তা বাহিনীকে অভিযুক্ত করেছে তার পরিবার। বশিরের এক আত্মীয় বলেছেন, 'তারা টেনে-হিচড়ে লাশ বের করে, শিশুটিকে লাশের ওপর বসিয়ে দিয়েছে। দাদার রক্তে ভিজে গেছে শিশুটির পোশাক।'
পরিবার সূত্রে জানা গেছে, মাসে ৬ রুপি বেতনে ছোটখাট চাকরি করতেন বশির আহমাদ খান।
এদিকে দাদার লাশের ওপর শিশুর বসে থাকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। এরইমধ্যে শাসকগোষ্ঠী বিজেপির একজন মুখপাত্র এই ছবি নিয়ে মশকরা করে বেশ সমালোচিত হয়েছেন।
ছবিটি টুইটারে পোস্ট করে সম্বিত পাত্রা লিখেছেন, 'পুলিৎজার প্রেমী?'
এর আগে, মে মাসে কাশ্মীরের তিন সাংবাদিকের পুলিৎজার পদক জয়ের সমালোচনা করেছিলেন পাত্রা-সহ বিজেপির আরও বেশ কিছু নেতা। তারা ওই সাংবাদিকদের 'ভারতবিরোধী' বলে আখ্যা দিয়েছিলেন।
এদিকে, বশির হত্যাকাণ্ডের প্রতিবাদে কাশ্মীরে শত শত লোক রাস্তায় নেমে আসে। '(ভারতের কাছ থেকে) স্বাধীনতা চাই' স্লোগান দিয়ে, শ্রীনগরের কাছে এক গোরস্তানে নিহতের লাশ দাফন করে তারা।
- সূত্র: আল জাজিরা