চতুর্থ দফায় লকডাউনের প্রস্তুতি ভারতে, ২০ লাখ কোটির প্রণোদনা প্যাকেজ ঘোষণা
ভারতজুড়ে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ চতুর্থ দফায় বাড়াতে চলেছে দেশটি। এই অবস্থায় বিলম্বিত লকডাউনে বিপর্যস্ত অর্থনীতির নানা খাত এবং দরিদ্রদের কল্যাণে ২০ লাখ কোটি ভারতীয় রুপির বিশাল সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গতকাল মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি জানান, এই আর্থিক প্যাকেজ ভারতের মোট জিডিপি-র ১০ শতাংশ।
মোদির ভাষণ এদিন টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয় ।
সেখানে মোদি বলেন, সরকারের নতুন উদ্যোগের আওতায় ক্ষুদ্র ব্যবসা এবং কৃষকদের সাহায্য করা হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আগামী কয়েকদিনের মধ্যেই প্রণোদনা প্যাকেজের বিস্তারিত জনসম্মুখে প্রকাশ করবেন।
ভারতের ১৩০ কোটি জনসংখ্যার মাঝে এখন করোনা সংক্রমিতের পরিমাণ ৭০ হাজারের বেশি। আগামী কয়েকদিনের মধ্যে এটা চীনকেও ছাড়িয়ে যাবে।
মোদি জানান, জিডিপির ১০ শতাংশ এই বরাদ্দ যেসব লোক চাকরি হারিয়েছেন বা যাদের ব্যবসা বন্ধ থাকার কারণে ক্ষতির মুখে পড়েছে তাদেরকেও সহায়তা দেবে। সহায়তা পাবে কুটির শিল্প, শ্রমিক, মধ্যবিত্ত শ্রেণী, শিল্প প্রতিষ্ঠানগুলোও।
'আত্মনির্ভর ভারত অভিযান' নামক এই প্রণোদনা দেশের সৎ কর্মদাতা, কৃষক, দিনমজুরসহ সকল শ্রেণীর কল্যাণে প্রণয়ন করা হয়েছে বলেই দাবি করেন ভারতীয় প্রধানমন্ত্রী। খবর বিবিসির।
এসময় তিনি আগামী ১৭মে তৃতীয় দফা লকডাউনের মেয়াদ শেষ হওয়ার পড়ে নতুন বিধিমালার আওতায় এর মেয়াদ বৃদ্ধির সম্ভাবনার কথা জানান।
গত ২৫ মার্চ থেকে শুরু হওয়া দেশব্যাপী লকডাউনে লাখ লাখ দরিদ্র মানুষ ও অভিবাসী শ্রমিক চরম আর্থিক দৈন্যতায় পড়েছে।
এসব মানুষের সহায়তায় এর আগে গত মার্চে এক লাখ ৭০ হাজার কোটি রুপি সহায়তার ঘোষণা দেয় কেন্দ্রীয় সরকার। নগদ অর্থ এবং বিনামূল্যে খাদ্য সহায়তার মাধ্যমে ওই সহায়তা দেওয়া হয়েছে।