জলবায়ু সম্মেলনের প্রভাবে গ্লাসগো শহরে আকাশচুম্বী কক্ষ ভাড়া, ৪২ পাউন্ডের রুম মিলছে ১৪শ’ পাউন্ডে
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/10/31/_121264051_gettyimages-1346362560.jpg)
স্কটল্যান্ডের সবচেয়ে জনবহুল ও যুক্তরাজ্যের চতুর্থ জনবহুল নগরী গ্লাসগো। জনসংখ্যায় ইউরোপের ২৭ তম নগরী হলেও, স্থানীয় সিটি কাউন্সিলের তথ্যমতে শহরবাসী প্রায় ৬ লাখ ৩৫ হাজার জন। ক্লাইড নদী তীরবর্তী এই শহরের দিকেই এখন মনোযোগ বিশ্ববাসীর, একবিংশ শতকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তথা মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকট জলবায়ু বিপর্যয় মোকাবিলা নিয়ে এখানেই শুরু হয়েছে জাতিসংঘের নেতৃত্বে কোপ-২৬ সম্মেলন।
সম্মেলনে যোগ দিচ্ছেন স্বল্পোন্নত, উন্নয়নশীল ও উন্নত দেশের সরকার প্রধানগণ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে অ্যান্ডোরার মতো ক্ষুদ্র রাষ্ট্রের প্রধানমন্ত্রীসহ ১২০টি দেশ থেকে বিশ্বনেতারা কোপ-২৬ উপলক্ষে গ্লাসগো আসছেন।
আজ ৩১ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ১২ নভেম্বর পর্যন্ত চলবে এ সম্মেলন।
প্রতিনিধিত্ব প্রায় সকল দেশেরই থাকবে, কিছু দেশের সরকার প্রধান না আসলেও, আসবেন তাদের প্রতিনিধিরা। প্রায় ২৫ হাজার বিশিষ্ট প্রতিনিধি এবারের সম্মেলন উপলক্ষ্যে মাত্র ৬৮ কিলোমিটার পৌর এলাকার স্কটিশ শহরটিতে আসছেন।
#জন-সমাগমে আকাশচুম্বী কক্ষ ভাড়া?
তুলনামূলক অনেক কম জনসংখ্যার এ শহরের পক্ষে বিশ্ব নেতৃবৃন্দ ও বিভিন্ন দেশের ২৫ হাজার প্রতিনিধির জন্য আবাসন ব্যবস্থা করা কম চ্যালেঞ্জপূর্ণ নয়। সম্মেলনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত জাতিসংঘ কর্মীদেরও থাকার বন্দোবস্ত করতে হচ্ছে।
নিরাপত্তা জনিত কারণে বিশ্ব নেতারা কোথায় থাকবেন তা জানানো হয়নি, তবে বিভিন্ন সূত্রে প্রকাশ তাদের কেউ কেউ গ্লাসগো শহর থেকে বেশ দূরে অবস্থিত সেন্ট অ্যান্ড্রু, এডিনবরা ও পার্থশায়ারের মতো শহরে থাকবেন।
প্রতিনিধি ছাড়াও পুরো বিশ্ব থেকে অনেক গণমাধ্যম কর্মী ও পরিবেশ আন্দোলন কর্মী গ্লাসগো এসেছেন, তাদের সঠিক ব্যবস্থাপনা নগর কর্তৃপক্ষের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ।
এই মুহূর্তে শহরটির সব কয়টি হোটেল বা পান্থশালা জনাকীর্ণ, বেশ চড়া প্রিমিয়াম ভাড়া নিচ্ছে তারা।
বিবিসির স্কটল্যান্ড শাখা জানিয়েছে, সাধারণ সময়ে মাত্র ৪২ পাউন্ডে ভাড়া দেওয়া হতো গ্লাসগোর এমন একটি কক্ষ এখন প্রতিরাতের জন্য ১৪শ' পাউন্ড ভাড়া নিচ্ছে।
হোটেল ছাড়াও বাসাবাড়িতেও ভাড়া নিতে হচ্ছে সম্মেলনে আগতদের। এয়ারবিএনবি'র একজন হোস্ট তাঁর দুই শয়নকক্ষের ফ্ল্যাটের দাম বাড়িয়ে দুই হাজার পাউন্ড করায় তাকে সম্মেলনকালীন বুকিং থেকে ব্যান করা হয়েছে। একজন গ্রাহক অগ্রিম ভাড়া শোধ করার পরও তিনি ভাড়া বাড়িয়েছিলেন।
বুকিংয়ের পরও ভাড়া বাড়ানো নিয়ে ওই হোস্ট বলেন, 'এখানে রুম ভাড়া প্রায় ৪০০ শতাংশ বাড়তে দেখার পর বিপুল টাকা আয় হারানোর শঙ্কা থেকেই এমনটি করেছি।'
আবাসন সংকটের কারণে রেনফ্রিউ এলাকার ব্রেহেড শপিং সেন্টারের সামনে এস্তোনিয় মালিকানাধীন দুটি প্রমোদতরী গ্লাসগোর রাজা পঞ্চম জর্জ জেটিতে নোঙ্গর করে রাখা হয়েছে।
তবে সম্মেলনের নিরাপত্তা কর্মী ও মিডিয়া প্রোডাকশন টিমের সদস্যরাই জাহাজ দুটিতে থাকতে পারবেন।
#মূল অনুষ্ঠানস্থল:
কোপ-২৬ গেল বছর অর্থাৎ ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মহামারির কারণে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি।
এবার স্কটল্যান্ডের সবচেয়ে বড় প্রদর্শনী কেন্দ্র- স্কটিশ ইভেন্টস ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে কোপ-২৬, গ্লাসগোর নগর কেন্দ্র থেকে প্রায় এক মাইল পশ্চিমে অবস্থিত। সম্মেলনের এলাকা ব্লু ও গ্রিন জোন নামে দুটি অংশে ভাগ করা হয়েছে।
সম্মেলন চলাকালীন সময় ব্লু জোন হবে জাতিসংঘ নিয়ন্ত্রিত এলাকা, নিরাপত্তায় নিয়োজিত থাকবেন জাতিসংঘের সশস্ত্র কর্মকর্তারা। এখানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবেন তারা।
এখানে বিভিন্ন রকম মীমাংসার্থ আলাপ-আলোচনা অনুষ্ঠিত হবে, সম্মেলনের সাথে আনুষ্ঠানিকভাবে জড়িতরাই কেবল এখানে প্রবেশ করতে পারবেন।
ব্লু জোনেই আছে পাঁচটি বড় হলসহ স্কটিশ এক্সিবিশন সেন্টার, এরমধ্যে সবচেয়ে বড় দুটি হল হচ্ছে; তিন হাজার আসনের আর্মাডিলো ও হাইড্রো এরিনা।
অন্যদিকে, গ্রিন জোনের বেশিরভাগ আয়োজন অনুষ্ঠিত হবে- স্কটিশ সায়েন্স সেন্টারে। এসব আয়োজন টিকেট কেটে অংশ নিতে আগ্রহী জনতার জন্য উন্মুক্ত থাকবে।
- সূত্র: বিবিসি