জেফ বেজোসের সঙ্গে মহাকাশ যাত্রায় ৮২ বছর বয়সী ওয়ালি ফাঙ্ক
এ মাসের শেষেরদিকে ব্লু অরিজিনের স্পেস মিশনে জেফ বেজোসের সঙ্গে মহাকাশ অভিযানের সফরসঙ্গী হতে যাচ্ছেন সাবেক মার্কিন বিমানচালক ওয়ালি ফাঙ্ক।
বৃহস্পতিবার জেফ বেজোস তার ইনস্টাগ্রাম একাউন্ট থেকে এই ঘোষণা দেন।
বেজোস ও তার ভাই মার্ক বেজোস, ব্লু অরিজিনের নিলামে জেতা নাম না জানা এক ব্যক্তির সঙ্গে আগামী ২০ জুলাই মহাকাশ ভ্রমণে যাচ্ছেন তিনি। ১৯৬৯ সালে এই দিনেই নীল আর্মস্ট্রং ও বাজ আলড্রিন প্রথম চাঁদে পা রাখেন।
৮২ বছর বয়সী এই নারী মহাকাশ অভিযাত্রীর খাতায় নাম লিখিয়ে ৭৭ বছর বয়সে মহাকাশ অভিযানে যাওয়া জন গ্লেনের রেকর্ড ভাঙ্গতে যাচ্ছেন। দীর্ঘ ছয় দশকের অপেক্ষার পর তার নভোচারী হওয়ার স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে।
১৯৬১ সালে নাসার পক্ষ থেকে মার্কিউরি ১৩ নামক মহাকাশ অভিযানে যাওয়ার জন্য প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। সেসময় বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়েও যেতে হয়েছিল তাকে। তবে নারীদের মহাকাশে পাঠানোর উদ্দেশ্যে হাতে নেওয়া ওই প্রকল্প মাঝপথেই বন্ধ হয়ে যায়।
সেসময় তার নভোচারী হওয়ার স্বপ্ন পূরণ না হলেও ফাঙ্ক প্রথম মার্কিন নারী হিসেবে ইউএস ফেডারেল অ্যাডমিনিস্ট্রেশন ইনস্পেকটর হন। শুধু তাই নয়, ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডে প্রথম নারী হিসেবে এয়ার সেফটি ইনভেস্টিগেটর হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তী সময়ে ১৯৭৬ সালে যখন নাসা অবশেষে নারীদের জন্য মহাকাশ যাত্রার কর্মসূচি হাতে নীল আবারও, প্রকৌশলবিদ্যায় ডিগ্রি না থাকায় তিনবার আবেদন করেও প্রত্যাখাত হন তিনি।
বেজোসের ইনস্টাগ্রাম ভিডিওতে তিনি বলেন, ১৯ হাজার ৬শ' ঘণ্টা আকাশে বিমান উড়িয়েছেন তিনি। এছাড়াও তিন হাজারের বেশি মানুষকে শিখিয়েছেন কীভাবে বিমান চালাতে হয়।